রাহবার২৪

তাবলীগের জিম্মাদারদের মশওয়ারা সম্মেলন কাল : জেনে নিন জরুরি নির্দেশনা

বিশ্ব ইজতেমা-২০১৯ বাস্তবায়নে আগামীকাল সোমবার রাজধানী ঢাকার উত্তরায় ১৪ নং সেক্টর খেলার মাঠে জরুরি মশওয়ারা সম্মেলন অনুষ্ঠিত হবে কাল।

বিশ্ব ইজতেমা-২০১৯ বাস্তবায়নে আগামীকাল সোমবার রাজধানী ঢাকার উত্তরায় ১৪ নং সেক্টর খেলার মাঠে জরুরি মশওয়ারা সম্মেলন অনুষ্ঠিত হবে কাল।

তাবলিগের সাথী ও ওলামায়ে কেরামের অংশগ্রহণে সকাল ৯ টা থেকে শুরু হবে এ সম্মেলন। যদ্দুর জানা গেছে, কাকরাইলের শূরা সদস্য ও প্রতিনিধিত্বশীল আলেমগণও উপস্থিত থাকবেন তাতে।

পরামর্শ শেষে পরামর্শের সিদ্ধান্তগুলো সরকারকে অভিহিত করবেন এবং সে অনুযায়ী বিশ্ব ইজতেমা বাস্তবায়নে এগিয়ে যাবেন তারা।

উল্লেখ্য, ঢাকার যাত্রাবাড়ীতে অবস্থিত বাংলাদেশ কওমি মাদারাসা শিক্ষাবোর্ড বেফাকের অফিসে গত ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখে ওলামায়ে কেরাম ও তাবলিগি মুরব্বিদের এক বৈঠকে এই পরামর্শ সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সারা দেশের মেহমানদের এস্তেকবাল 

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ ,টাঙ্গাইল এবং সিলেট বিভাগ থেকে টঙ্গী দিয়ে যারা পরামর্শ সম্মেলনে রাতেই ঢাকা আসবন তারা টঙ্গী বাজার মসজিদে রাত্রি যাপন করবেন৷ সেখানে এস্তেকবাল ও মেহমানদারীর ব্যবস্থা রাখা হবে, ইনশাআল্লাহ৷

রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, চট্রগ্রাম ও ময়মনসিংহ বিভাগ থেকে পরামর্শ সম্মেলনে রেল পথে যারা রাতেই ঢাকা আসবেন তারা যদি টঙ্গী ষ্টেশনে নামলে তাহলে টঙ্গী রেলষ্টেশন জামে মসজিদে আর এয়ারপোর্ট ষ্টেশনে নামলে বাবুস সালাম মাদরাসা মসজিদে রাত্রি যাপন করবেন। সেখানেও এস্তেকবাল ও মেহমানদারীর ব্যবস্থা থাকবে, ইনশাআল্লাহ৷

টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগ থেকে যারা সড়ক পথে পরামর্শ সম্মেলনে রাতেই ঢাকা আসবেন তারা গাবতলী দিয়ে প্রবেশ না করে সাভার আশুলিয়া দিয়ে এসে তুরাগ সোবহানিয়া মাদরাসা মসজিদে রাত্রি যাপন করবেন। সেখানে এস্তেকবাল ও মেহমানদারীর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ৷

কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম,কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছরি, বান্দরবন, বি-বাড়িয়া এবং সিলেট বিভাগ থেকে যারা কাঁচপুর ব্রীজ হয়ে সড়ক পথে পরামর্শ সম্মেলনে রাতেই ঢাকা আসবো তারা যাত্রাবাড়ি শবগুজারী মার্কাজ মসজিদে রাত্রিযাপন করবো৷ সেখান এস্তেগবাল ও মেহমনদারীর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ৷

বরিশাল, চাঁদপুর, পটুয়াখালী,ভোলা,বরগুনা,হাতিয়া ও অন্যান্য জেলা থেকে যারা নৌপথে পরামর্শ সম্মেলনে যোগদানের জন্য রাতেই চলে আসবো তারা সদরঘাট ভিক্টোরিয়া পার্ক মসজিদে রাত্রি যাপন করবো৷ সেখানে এস্তেগবাল ও মেহমানদারীর ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ৷

যারা পরামর্শ সম্মেলনে আসার জন্য গাড়ী রিজার্ভ করে নিয়ে আসবো তারা সম্মেলনস্থলে পৌছে গাড়ীগুলো পার্কিং এর জন্য উত্তরা ১৫ নং সেক্টর অথবা তুরাগ ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রত্যাশা বিলে পাঠিয়ে দিবো৷ সেখানে এস্তেগবাল ও পাহারার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ৷ এই দুইটি নির্ধারিত স্থান ব্যতিত অন্য কোন স্থানে গাড়ী পার্কিং না করতে বলা হয়েছে৷

আল্লাহপাক সকলকে ভরপুর কবুল করেন৷

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়