রাহবার২৪

১০০ ভোটও পাননি ৯৪ এমপি প্রার্থী : সর্বনিম্ন মাত্র ৪ ভোট

মো. মারুফ শেখ (হাত পাখা) ৭৪, মো. এনামুল হক (আপেল) ১০ ও মো. উজীর ফকির (সিংহ) ৪ পেয়েছেন ভোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ও স্বতন্ত্র মিলে ১৮ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় ১৪ শতাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এর মধ্যে এমনও প্রার্থী রয়েছেন যারা ১০০ ভোটও পাননি। ৫৫টি আসনে এমন প্রার্থী রয়েছেন ৯৪ জন। এবার সর্বনিম্ন মাত্র ৪ ভোটও পেয়েছেন একজন সংসদ সদস্য প্রার্থী।

আসুন জেনে নেই ১০০ ভোটও না পাওয়া ৯৪ জন সংসদ সদস্য প্রার্থী কোন আসন থেকে নির্বাচন করেছেন এবং কত ভোট পেয়েছেন।

কুড়িগ্রাম-৪ আসনে তিনজন প্রার্থী ১০০ এর কম ভোট পেয়েছেন। এরা হলেন- মো.  মো. ইউনুছ আলী কুড়াল প্রতীকে ৯৩, স্বতন্ত্র প্রার্থী আবুল হাশেম ৪১ এবং গণফোরামের  মো. মাহফুজুর রহমান উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ২৫ ভোট।

বগুড়া-৬ আসনে বিএনএফের মো. জীবন রহমান টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৭৯ ভোট।

নওগাঁ-৩ আসনে বিএনএফের মো. জাবেদ আলী পেয়েছেন ৯৪ ভোট।

নওগাঁ-৪ আসনে বাইসাইকেল প্রতীকে মো. সাইদুর রহমান  পেয়েছেন ৫৯ ভোট।

কুষ্টিয়া-৪ আসনে  আওলাদে পীর জাদা ইদ্রিস টেলিভিশন প্রতীকে পেয়েছেন ৮৫ ভোট।

যশোর-২ আসনে এম. আছাদুজ্জামান উদীয়মান সূর্য্য প্রতীকে পেয়েছেন ৭৭ ভোট।

যশোর-৪ আসনে এম নাজিম উদ্দীন-আল-আজাদ কুলা প্রতীকে পেয়েছেন ৯৯ ভোট।

নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলাম (আম) ৭৭ ও ফকির শওকত আলী (তারা) পেয়েছেন ৩৮ ভোট।

সাতক্ষীরা-৪ আসনে মো. রবিউল ইসলাম জোয়াদ্দার (বাঘ) পেয়েছেন ৯০ ভোট।

বরিশাল-৫ আসনে এইচ এম মাসুম বিল্লাহ (কাঁঠাল) ৮৯ ভোট।

বরিশাল-৬ আসনে এ কে এম নুরুল ইসলাম (তারা) ২৮ ভোট।

টাঙ্গাইল-৫ আসনে আবু তাহের (আম) ৯৭ ও মো. শামীম আল মামুন (টেলিভিশন) পেয়েছেন ৯১ ভোট।

ময়মনসিংহ-৬ আসনে চৌধুরী মুহাম্মদ ইসহাক (তারা) ৬৫ ভোট।

কিশোরগঞ্জ-২ আসনে মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (হারিকেন) ৯২ ভোট।

মুন্সিগঞ্জ-৩ আসনে ইকবাল হোসেন (হারিকেন) ৫৯ ভোট।

ঢাকা-২ আসনে সুকান্ত শফি চৌধুরী (কাস্তে) ৯৮ ভোট।

ঢাকা-৪ এই আসনে মোট প্রার্থী ছিলেন ১০ জন। এর মধ্যে সহিদুল ইসলাম মোল্যা (মাছ) ৮৯, মো. কবির হোসেন (কুলা) ৮১ ও মো. হাবিবুর রহমান শওকত (মশাল) পেয়েছেন ৭৫ ভোট।

ঢাকা-৫ আসনে এসএম আলতাফ হোসেন (উদীয়মান সূর্য্য) ৪৮ ভোট।

ঢাকা-৭ আসনে মো. আফতাব হোসেন মোল্লা (হারিকেন) ৪১ ও মো. জাহাঙ্গীর হোসেন (টেলিভিশন) ৩৭ ভোট।

ঢাকা-৮ হাসিনা হোসেন (হারিকেন) ৮৯, এসএম সরওয়ার (মোমবাতি) ৭৯, আবু নোমান মোহাম্মাদ জিয়াউল হক মজুমদার (মিনার) ৬০, আবুল কালাম আজাদ (বাঘ) ৪২, মো. ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর)(আম) ৩৬, সুমি আক্তার শিল্পী (গাভি) ৩৬, আব্দুস সামাদ সুজন (টেলিভিশন) ৩০ ও মো. জাকির হোসেন (মাছ) পেয়েছেন ২৬ ভোট।

ঢাকা-১১ আসনে মো. মিজানুর রহমান (আম) ৯৩, মো. আব্দুল বাতেন (কাঁঠাল) ৭৯ ও শরীফ মো মিরাজ হোসাইন (হারিকেন) পেয়েছেন ৫৬ ভোট।

ঢাকা-১৪ আসনে মো. আনোয়ার হোসেন (টেলিভিশন) ৯৭ ভোট।

ঢাকা-১৫ মোহাম্মদ আব্দুর রহিম (দালান) ৮৮, এসএম ইসলাম (টেলিভিশন) ৭২, সাইফুল ইসলাম (কাঁঠাল) ৪৯ ও এইচএম গোলাম রেজা (কুলা) ২৭ ভোট পেয়েছেন।

ঢাকা-১৭ আলী হায়দার (বাঘ) ৬৮, মোহাম্মদ আব্দুর রহিম (দালান) ৫৭, লে. কর্নেল ডা. (অব) এ কে এম সাইফুর রশিদ(কুলা) ৫৪ ও এই আসনে দশম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন) পেয়েছেন ৫০ ভোট।

ঢাকা-১৯ আসনে মো. আইনুল হক (কুলা) ৭৯ ও মো আবু ইউসুফ খাঁন (গামছা) ৬৫ ভোট।

নারায়ণগঞ্জ-১ আসনে মো. রেহান আফজাল (আপেল) ৯৭ ভোট।

গোপালগঞ্জ-১ এফ ই শরফুজ্জামান (ধানের শীষ) ৫৭ ও মো. ইছাহাক মোল্যা (মই) ২১ ভোট পেয়েছেন।

গোপালগঞ্জ-৩ আসনে মো. মারুফ শেখ (হাত পাখা) ৭৪, মো. এনামুল হক (আপেল) ১০ ও মো. উজীর ফকির (সিংহ) ৪ পেয়েছেন ভোট।

শরীয়তপুর-১ আসনে মো. আব্দুস সামাদ (বট গাছ) ৮০ ও নুরুল ইসলাম (তারা) ১৮ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-২ আসনে মাহমুদ হাসান চৌধুরী (হারিকেন) ৮৭ ভোট পেয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে সৈয়দ শাহ মুবশ্বির আলী (হারিকেন) ৫১ ভোট।

সুনামগঞ্জ-৫ আসনে মো. আশরাফ হোসেন (টেলিভিশন) ৮১ ভোট।

সিলেট-৫ আসনে মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন) ৮৩ ভোট।

সিলেট-৬ আসনে শমসের এম চৌধুরী (কুলা) ৮১ ভোট।

হবিগঞ্জ-২ আসনে এড. মনমোহন দেব নাথ (গামছা) ৪৭ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মো. ফায়েজুল হক (গরুর গাড়ি) ৬০ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ মো. মুখলেছুর রহমান (মটরগাড়ি (কার) ৭২ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৩ সৈয়দ মাহমুদুল হক আক্কাছ (টেলিভিশন) ৬২ ভোট।

ব্রাক্ষণবাড়িয়া-৫ এ কে এম আশরাফুল আলম (হারিকেন) ৯৭ ভোট।

ব্রাক্ষণবাড়িয়া-৬ আসনে কেএম জাবির (তারা) ৩১ ও খন্দকার ইকবাল আহম্মদ (উদীয়মান সূর্য্য) ২৪ ভোট।

কুমিল্লা-২ আসনে মো. গোলাম মুস্তফা (টেলিভিশন) ২১ ভোট।

কুমিল্লা-৩ আসনে হেলাল উদ্দিন (আপেল) ৯২, মো. হেলাল উদ্দিন (কাঁঠাল) ৫৩, মো. কামাল উদ্দিন ভূঞা (বাঘ) ৩৮, কাজী জন্নুন বসরী (মটরগাড়ি কার) ২২ ও কাজী মোস্তাকীম আহমেদ (মাথাল) ২১ ভোট পেয়েছেন।

কুমিল্লা-৭ আসনে মো. আবু তাহের (তারা) ৮৯, সুলতান মঈন আহমেদ (হাত ঘড়ি) ৫৫ ও মো. শাহজাহান সিরাজ (গরুর গাড়ি) ৫১ ভোট।

ফেনী-৩ আসনে শাহরিয়ার ইকবাল (টেলিভিশন) ৮৯ ভোট।

নোয়াখালী-২ আসনে হাছিবুল হাছান (হারিকেন) ৮৭ ভোট।

লক্ষীপুর-১ আসনে মো. আলমগীর হোসাইন (কাঁঠাল) ৪৯ ও রেজাউল করিম (হারিকেন) ৩৩ ভোট।

চট্টগ্রাম-৫ আসনে মো. নাসির উদ্দিন (খেঁজুর গাছ) ৭৯ ভোট।

চট্টগ্রাম-৭ আসনে মাহবুবর রহমান (তারা) ৪২ ভোট।

চট্টগ্রাম-১২ আসনে দীপক কুমার পালিত (টেলিভিশন) ৭৬ ভোট।

চট্টগ্রাম-১৩ আসনে মৌলভী রশিদুল হক বিএসসি (বট গাছ) ৯৮ ও উজ্জ্বল ভৌমিক (উদীয়মান সূর্য্য) ৮৪ ভোট।

চট্টগ্রাম-১৪ আসনে মোহাম্মদ আলী ফারুকী (ফুলের মালা) ৮৪ ভোট।

চট্টগ্রাম-১৬ আসনে বজলু আহমদ (বেঞ্চ) ৫৬ ভোট।

কক্সবাজার-১ আসনে বদিউল আলম (সিংহ) ৮৯ ও মুহাম্মদ ফয়সল (হারিকেন) ৭০ ভোট।

কক্সবাজার-২ আসনে মোহাম্মদ মোহিবুল্লাহ (লাঙ্গল) ৮৮ ও মো. শহিদুল্লাহ (হারিকেন) ৭১ ভোট পেয়েছেন। এবং

কক্সবাজার-৪ আসনে সাইফুদ্দিন খালেদ (হারিকেন) পেয়েছেন ৬৮ ভোট।

(poriborton)

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়