রাহবার২৪

এমপিদের শপথ চ্যালেঞ্জ করে স্পিকার সিইসিসহ ৩ জনকে আইনি নোটিশ

এমপি পদে থেকেই এমপি হিসেবে শপথ নিলেন ওনারা। মন্ত্রীরাও শপথ নিলেন মন্ত্রী হিসেবে। তাদের কেউ না পদত্যাগ করলেন; না তাদের পূর্বের শপথের মেয়াদ শেষ হয়েছে। 

দশম সংসদের মেয়াদ শেষ না হতেই একাদশ সংসদে নির্বাচিত সদস্যদের শপথ চ্যালেঞ্জ করে স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার এবং মন্ত্রীপরিষদ সচিবকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আইনজীবী তাহেরুল ইসলাম।

সংসদ সদস্যদের শপথ গ্রহণের বৈধতা নিয়ে আইনজীবী তাহেরুল ইসলামের পক্ষে এই আইনি নোটিশ পাঠান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

এতে তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংবিধানের আর্টিকেল ১২৩(৩) এবং ১৪৮(৩)-এর পরিপন্থী।

কেননা, এমপি পদে থেকেই এমপি হিসেবে শপথ নিলেন ওনারা। মন্ত্রীরাও শপথ নিলেন মন্ত্রী হিসেবে। তাদের কেউ না পদত্যাগ করলেন; না তাদের পূর্বের শপথের মেয়াদ শেষ হয়েছে। 

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়