রাহবার২৪

‘সেনাপ্রধানের নামে ফেক আইডি খুলে প্রচারণা চালানোর অভিযোগ’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেনেন্ট কর্নেল আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এখন কোনো ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার বা পরিচালনা করছেন না। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনাপ্রধানের নামে ফেক ফেসবুক একাউন্ট খুলে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেনেন্ট কর্নেল আলমগীর কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়ে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে “ফেসবুক অ্যাকাউন্ট” খুলে “বিভিন্ন মিথ্যা তথ্য”আপলোড করছে। একই সঙ্গে ওই আইডি থেকে “ফ্রেন্ড রিকোয়েস্ট”পাঠাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। এ ব্যাপারে সকলকে সতর্ক হতে অনুরোধ করা হলো।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়