রাহবার২৪

চীনে কয়লা খনি ধসে ২১ জন নিহত

চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনা এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে। 

চীনে একটি কয়লা খনির ছাদ ধসে ২১ জন শ্রমিক নিহত হয়েছেন। দেশটির উত্তরপশ্চিম শানশি প্রদেশে শনিবার ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম পিপলস ডেইলি রবিবার এক খবরে এই তথ্য জানায়। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দেশটির শেনমু শহরের বাইজি মাইনিং কোম্পানি লিমিটেডের লিজিয়াগৌ খনিতে স্থানীয় সময় সাড়ে ৪ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় খনিতে ৮৭ জন কর্মী ছিলেন। এদের মধ্যে ২১ জন নিহত হন। ৬৬ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

রয়টার্স জানায়, চলতি বছরে এ পর্যন্ত চীনের কয়লা খনিগুলোতে ঘটা দূর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতী। দেশটিতে কয়লা খনিতে নিরাপত্তার দুর্বল ব্যবস্থাপনা এসব দুর্ঘটনার কারণ বলে জানানো হয়েছে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়