রাহবার২৪

সৌদি এ বছর ২.৭৮ মিলিয়ন উমরাহ ভিসা প্রদান করেছে : বাংলাদেশ ৯ম স্থানে

বর্তমানে ৩৪৫,১১৪ জন হাজী সৌদি আরব অবস্থান করছেন। মক্কার ২৩৩,৯৯০ এবং মদিনায় আছেন ১১১,২০৪ জন।

যমযম ডেস্ক : সৌদি হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল বছর ২,৭৮৫,৭৯০ জনকে উমরার ভিসা প্রদান করা হয়েছে। যার মধ্যে ২,৩৪৬,৪২৯ জন ইতোমধ্যে পবিত্র উমরাহ সম্পন্ন করেছেন।

বর্তমানে ৩৪৫,১১৪ জন হাজী সৌদি আরব অবস্থান করছেন। মক্কায় ২৩৩,৯১০ এবং মদিনায় আছেন ১১১,২০৪ জন।

বিমান যোগে এসেছেন ২২২২,৪২৪ জন হজযাত্রী। যেখানে স্থলপথে আগমন করেছেন ২১৩,১২১ জন। আর সমুদ্রপথে পৌঁছেছিলেন ১০,৮৮৪ জন।

সবচেয়ে বেশি সংখ্যক হাজী পাকিস্তান থেকে (৬৩৭,৭৪৫), ইন্দোনেশিয়া (৪২০,৪১০), ভারত (২৯২,৬০৭), মালয়েশিয়া (১৩৫,৮৯৫), ইয়েমেন (১২৮,৬১৮), মিশর (৭৩,১৭৯), তুরস্ক (৬৫,৯৭০), সংযুক্ত আরব আমিরাত (৫৯,৮৫৫) এবং বাংলাদেশ (৫৭,৭০১)।

গত বছর, সংশ্লিষ্ট মন্ত্রণালয় একটি সাপ্তাহিক নির্দেশক চালু করেছে যার মাধ্যমে কর্তৃপক্ষ মক্কা মদিনায় আগমনকারীদের সংখ্যা ট্র্যাক করতে পারে। এবং যাতে করে উচ্চ মানের পরিষেবা সরবরাহ করে তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে পারে। (সুত্র : আরব নিউজ)

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়