রাহবার২৪

আকাশ সীমা লঙ্ঘন করে পঞ্চগড়ের আকাশে ভারতের ড্রোন!

স্থানীয় সুত্রে জানা যায়, ড্রোনটিকে বেশ কিছুক্ষণ উড়ার পর বাংলাবান্ধার পশ্চিমে ঝাড়ুয়াপাড়া এলাকা অতিক্রম করে ভারতের চলে যায়।

পঞ্চগড়ের সীমান্ত উপজেলা তেঁতুলিয়ায় স্থানীয় বাসিন্দারা আকাশে একটি ড্রোন উড়তে দেখেছে। এতে করে তাদের মাঝে এক ধরণের আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন ড্রোনটি ভারত থেকে এসেছে।

উপজেলার বাংলাবান্ধা জিরোপয়েন্ট এলাকায় গত সোমবার (১৪ জানুয়ারি) দুপুরে মিশেলা এন্টার প্রাইজ ও মানিক সর্দারের পাথর ভাঙ্গা সাইডের উপর ড্রোনটি দেখে স্থানীয়রা।

এ বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের মেজর মিজান জানান, ভারতীয় ড্রোন বিনা অনুমতিতে বাংলাদেশে আসার কোন সুযোগ নেই, আমাদের লোকজন সব সময় এলার্ট থাকে। তিনি আরো জানান, ব্যবসায়ী ও বিভিন্ন পর্যটক পাথরের ছবি নেওয়ার জন্য এটি ব্যবহার করেতে পারে।

স্থানীয় সুত্রে জানা যায়, ড্রোনটিকে বেশ কিছুক্ষণ উড়ার পর বাংলাবান্ধার পশ্চিমে ঝাড়ুয়াপাড়া এলাকা অতিক্রম করে ভারতের চলে যায়।

পাথর ব্যবসায়ী হারুন ও মানিক জানান, ড্রোনটি উড়তে দেখে বাংলাবান্ধা বিওপি ক্যাম্পে জানাতে যাওয়ার আগে বাংলাদেশ থেকে ভারতে চলে যায়।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়