রাহবার২৪

আবারো ড. জাকির নায়েকের সম্পত্তি জব্দের নির্দেশ

এ নিয়ে সব মিলে তার ৫১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

পীস টিভির সত্ত্বাধিকারী ড. জাকির নায়েকের আরো ১৬ কোটি ৪০ লাখ রুপির সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)৷ এগুলোর মধ্যে রয়েছে মুম্বাই ও পুনে শহরের চারটি ফ্ল্যাট। মানি লন্ডারির আইনের অধীনে এই নির্দেশ দেয়া হয়।

এর আগেও জাকির নায়েকের সম্পত্তি দুই দফা বাজেয়াপ্ত করার নিদের্শ দেয়া হয়েছে। এ নিয়ে সব মিলে তার ৫১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে।

জাকির নায়েক বর্তমানে মালয়েশিয়ায় রয়েছেন। ২০১৬ সালে তার বিরুদ্ধে মানি লন্ডারিং ও উগ্রপন্থায় উস্কানির অভিযোগ আনে ভারত। একই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাও হয়। বন্ধ করে দেওয়া হয় তাঁর প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) ও পিস টিভি। এরপর থেকে তিনি দেশের বাইরে রয়েছে।

বর্তমানে মালয়েশিয়ার পুত্রজায়া শহরে বসবাস করছেন জাকির নায়েক। তাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিয়েছে দেশটির সরকার। ভারত সরকার চাইছে তাকে ফিরিয়ে আনতে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়