রাহবার২৪

মায়ের দেয়া বিষে সন্তানের মৃত্যু : পরিবারে শোকের মাতম

চরনিয়ামত গ্রামের জালাল উদ্দিনের আড়াই বছরের শিশু তাওহীদ ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত ছিলো। রোগ নিরাময়ের জন্য ওষুধ সেবন চলছিলো তার

ওষুধের বোতল মনে করে সন্তানের মুখে বিষ তুলে দিলেন মা। পরে মায়ের সামনেই তার সন্তান মৃত্যুর কোলে ঢলে পড়ে। রবিবার সকালে ময়মনসিংহের ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে এ  রিদয়বিদারক ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরনিয়ামত গ্রামের জালাল উদ্দিনের আড়াই বছরের শিশু তাওহীদ ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত ছিলো। রোগ নিরাময়ের জন্য ওষুধ সেবন চলছিলো তার। অন্য দিনের মত রবিবার সকালে ওষুধ খাওয়ানোর সময় ওষুধ মনে করে তাওহীদকে ঘরে থাকা বিষ খাইয়ে দেন তার মা। পরে পরিবারের লোকজনের সামনে নিস্তেজ হয়ে পড়ে তাওহীদ। বিষয়টি টের পেয়ে দুপুর একটার দিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেন ঘোষণা করেন। এতে পরিবারে শোকের মাতম শুরু হয়।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত ইত্তেফাককে জানান, ‘ইসিজি করে শিশুটিকে মৃত পাওয়া যায়।’

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়