রাহবার২৪

৩শ’ ফুট গভীর কুয়া থেকে শিশুর লাশ উদ্ধার

কর্মকর্তারা ধারণা করছেন, শিশুটি পড়ে যাওয়ার পর কুয়ায় ধস নামে এবং চারদিকের মাটি ভেতরে ঢুকে পড়ে মুখ বন্ধ হয়ে যায়।

স্পেনে তিনশ’ ফুট গভীর কুয়া হতে শিশুর মরদেহ উদ্ধার করেছে দমকলকর্মীরা। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মালাগার কাছের ওই কুয়া থেকে মরদেহ উদ্ধার করা হয়। দুসপ্তাহ ধরে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছিলো। বিবিসি।

শিশুটির নাম জুলেন। ১৩ জানুয়ারি পরিবারের সঙ্গে ঘুরতে বের হওয়ার পর অত্যন্ত সরু ও ৩শ’ ৩০ ফুট ওই গভীর কুয়ায় পড়ে যায় সে।

দীর্ঘদিন ধরে শিশুটিকে উদ্ধারে রাতদিন কাজ করছিলো উদ্ধার কর্মীরা। অবশেষে শনিবার ভোরে তার মরদেহ পাওয়া যায়।

কর্মকর্তারা ধারণা করছেন, শিশুটি পড়ে যাওয়ার পর কুয়ায় ধস নামে এবং চারদিকের মাটি ভেতরে ঢুকে পড়ে মুখ বন্ধ হয়ে যায়।

কুয়ার সমান্তরালে আরেকটি গর্ত খুড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন উদ্ধারকর্মীরা। কিন্তু প্রাণহীন ছোট্টদেহ উদ্ধারের মধ্যদিয়ে শেষ করতে হয় অভিযান।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়