রাহবার২৪

ফিরে দেখা ২রা জানুয়ারি : আন্দালুস আমাদের হারানো ফিরদাউস

 ‘তারিক বিন যিয়াদ’ আর ‘ইউসুফ বিন তাশফিন’-এর সুযোগ্য উত্তরসূরীরা আসবে ইনশাআল্লাহ..

নাজমুল ইসলাম কাসেমী


১৪৯২ ঈসাঈ সনের আজকের এই দিনে গোটা স্পেন তথা- আন্দালুস আমাদের হাতছাড়া হয়ে যায়। যুগ-যুগ ধরে আমাদের হাতেগড়া আন্দালুস দুর্বলচিত্তের ভীরু-কাপুরুষ মুসলিম শাসক আবু আব্দুল্লাহর আত্মসমর্পণের মাধ্যমে রাজা ফার্ডিনান্ড এবং রানী ইসাবেলার দখলে চলে যায়।

পরিসমাপ্তি ঘটে সুদীর্ঘ ৮০০ বছরের মুসলিম শাসনের। ৯২ হিজরি মোতাবেক ৭১১ খ্রিস্টাব্দ হতে ৮৯৬ হিজরি মোতাবেক ১৪৯২ সাল পর্যন্ত স্পেন আমাদের ছিল। আমরাই তিলে তিলে গড়ে তুলেছি স্পেনকে। শিক্ষা সভ্যতায় নিয়ে গেছি তাকে অনন্য উচ্চতায়। মুসলিমদের ছোঁয়া না লাগলে হয়তো আজও ইউরোপিয়ানরা গুহাবাসীর জীবনযাপন করতো। 

আজ আমাদের হারানো সেই ফিরদাউসে তারা (খ্রিস্টানরা) রং তামাশায় মজে আছে। অতি শীঘ্রই তাদের এই তামাশার ঘর তাসের ঘরে পরিণত হবে। ‘তারিক বিন যিয়াদ’ আর ‘ইউসুফ বিন তাশফিন’-এর সুযোগ্য উত্তরসূরীরা আসবে ইনশাআল্লাহ..

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়