রাহবার২৪
রাজনীতি

মেধা ও মূল্যবোধহীন রাজনীতিতে বস্তুবাদের কালো ছায়া – মুফতি সাখাওয়াত হোসাইন রাযি

ইসলামী মূল্যবোধ ধারণ না করলে সে কাজে কর্মে মুনাফিকের মত হবে। মুখে বলবে একটা ভেতরে থাকবে অন্যটা। মূল্যবোধহীন ব্যক্তি স্বার্থের জন্য যে কোনো কাজই করতে পারবে।

বর্তমানে প্রচলিত রাজনীতিতে মেধা ও মূল্যবোধের ততো একটা প্রয়োজন হয় না। অর্থ বা পেশীশক্তি থাকলেই হয়। যদিও একটা সময় পর্যন্ত প্রচলিত রাজনীতিতেও সততা ও নিষ্ঠার অপরিহার্যতা স্বীকৃত ছিল। কালক্রমে বস্তুবাদের কালো ছায়ায় তা ঢাকা পড়ে গেছে।

পক্ষান্তরে ইসলামী রাজনীতিতে মেধা ও মূল্যবোধ দুটোই জরুরী। কেননা মেধা না থাকলে সে ইসলামী রাজনীতি বুঝবে না; আর একজন অন্ধ কি করে আরেক জনকে পথ দেখাতে পারে? যেখানে মেধাহীনতা ও অজ্ঞতা অন্ধত্বের নামান্তর।
ইসলামী মূল্যবোধ ধারণ না করলে সে কাজে কর্মে মুনাফিকের মত হবে। মুখে বলবে একটা ভেতরে থাকবে অন্যটা। মূল্যবোধহীন ব্যক্তি স্বার্থের জন্য যে কোনো কাজই করতে পারবে।

ফলে, একটা সময়ে প্রচন্ডভাবে বস্তুবাদী হয়ে উঠবে সে। তখন মুখে মুখে যতই ইসলামী রাজনীতির নাম জপক প্রকৃতপক্ষে সে ইসলামী রাজনীতি করছে না কিংবা তার দ্বারা হচ্ছে না। কেননা বস্তুবাদ কখনোই ইসলামী রাজনীতির সঙ্গে যায় না।
যদিও মেধার আলো না থাকার কারণে সে তা মানতে চাইবে না!

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়