রাহবার২৪

আমি ইসলামবিদ্বেষী নই : তীব্র সমালোচনায় পড়ে মুখ খুললেন ফারুকী

ব্যাপক সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ‘শনিবার বিকেল’ ছবির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। আজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

ব্যাপক সমালোচনার মুখে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ‘শনিবার বিকেল’ ছবির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী। আজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।

তিনি বলেন, ‘তার সঙ্গে আরও বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আমি ইসলামবিরোধী নই কিংবা প্রচারকও নই। আমি শুধুই একজন নির্মাতা। ছবি না দেখেই কাউকে ইসলামবিরোধী বলা কিংবা তার বিচার চাওয়া বিজ্ঞের কাজ হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছিলাম এই বিষয়ে কিছু বলবো না, যেমনটা চলছে চলুক। কিন্তু এখন মনে হচ্ছে দাবানলের চেয়েও বিভ্রান্তি দ্রুত ছড়ায়।’

গুলশানের হলি আর্টিজেনে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা উপজীব্য করে তৈরি ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনেতা জাহিদ হাসানের মুখে দাঁড়ি ও অভিনেত্রী তিশার মাথায় হিজাব থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মানুষের এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে পরিচালক ফারুকী এই স্ট্যাটাস দেন। এছাড়াও অপর এক স্ট্যাটাসে তিনি বলেন, প্রতিক্রিয়া দেখানোর আগে জাহিদ ও তিশা ‘জঙ্গী’ চরিত্রে অভিনয় করেছে কী না তা নিশ্চিত হওয়া দরকার।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়