রাহবার২৪

অবশেষে ভারতের এক কর্মস্থলে নারীদের জন্য নামাজের ব্যবস্থা : থাকবে ১ ঘণ্টার বিরতি

কর্মক্ষেত্রে যাতে কর্মীদের মন ভাল থাকে এবং তারা যেন হাসিখুশি থাকেন, সেই প্রয়াসই করা হয়েছে।

পার্কে নামাজ পড়া নিয়ে বেশ উত্তপ্ত হয়ে পড়েছিল ভারতের উত্তর প্রদেশের একটি শহর নয়ডা। শুক্রবার দেশটির পুলিশ বাইরে এসে নামাজ পড়তে বাধা দিলে এই উত্তেজনা দেখা দেয়। 

নোটিস দিয়ে পুলিশ জানায়, জনসাধারণের জন্য ব্যবহৃত এলাকায় যেন ধর্মীয় কার্যকলাপ না হয়। এমনকি শুক্রবারের নামাজও পড়া যাবে না। কোনও সংস্থার কর্মীরা এমনটা করলে সেই সংস্থাকেই কাঠগড়ায় তোলা হবে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়, নয়ডা শহরের একটি সেক্টরে যখন এরকম অবস্থা, তখন সম্প্রীতির নজির গড়ে সেক্টর ৬৪-এর একটি পোশাক কারখানা। যেখানে প্রায় ৬০ জনেরও বেশি মুসলিম নারী কাজ করেন। কাজের পাশাপাশি নামাজ পড়তে তাদের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য কারখানার ছাদে আলাদা জায়গা করে দিয়েছেন মালিক।

শুধু তাই নয়, প্রত্যেক শুক্রবার বেলা ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দেওয়া হয় মুসলিম কর্মীদের। যাতে তারা নামাজ পড়তে পারেন। পুরুষ ও নারীদের নামাজের জন্য কারখানার ছাদে দুটি আলাদা অংশ রয়েছে।

মালিকের বক্তব্য, কর্মক্ষেত্রে যাতে কর্মীদের মন ভাল থাকে এবং তারা যেন হাসিখুশি থাকেন, সেই প্রয়াসই করা হয়েছে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়