রাহবার২৪

আসামে চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ : ১৯ লাখ মানুষের নাগরিকত্ব হরণ

অবশেষে বহুল প্রতীক্ষিত আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার প্রকাশিত এ তালিকায় এবার ১৯ লাখের বেশি মানুষকে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে ভারত।

অবশেষে বহুল প্রতীক্ষিত আসামের চূড়ান্ত নাগরিক তালিকা প্রকাশ করা হয়েছে। ৩১ আগস্ট শনিবার প্রকাশিত এ তালিকায় এবার ১৯ লাখের বেশি মানুষকে বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে ভারত। এনআরসি সেবা কেন্দ্র ও সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে এই তালিকা।

 

কড়া নিরাপত্তা আর নানা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে প্রকাশিত হয়েছে আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা। এ নিয়ে শনিবার (৩১ আগস্ট) সকাল থেকেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল আসামসহ গোটা ভারতে। স্থানীয় সময় সকাল ১০টায় প্রকাশিত চূড়ান্ত এ তালিকায় নাম উঠেছে মোট ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের। বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

এনআরসি থেকে বাদ পড়াদের মধ্যে রয়েছে ১১ লাখেরও বেশি হিন্দু বাঙালি। ছয় লাখের কিছু বেশি মুসলমান। বাকি দুই লাখের মধ্যে রয়েছে বিহারী, নেপালী, লেপচা প্রভৃতি।

এর আগে, এনআরসির চূড়ান্ত খসড়া থেকে বাদ পড়েছিল ৪৩ লাখ মানুষের নাম। এর মধ্যে দুই লাখ অবাঙালি, ২৬ লাখ হিন্দু বাঙালি, বাকি সব বাঙালি মুসলমান। সেখান থেকে চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ১৯ লাখের বেশি নাম। খসড়ার সময় নাগরিকপঞ্জিতে আবেদনকারীর মোট সংখ্যা ছিল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১ জন।

আশঙ্কা করা হচ্ছে, নতুন তালিকার এসব মানুষ মায়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের মতই বাংলাদেশে অনুপ্রবেশ করবে। দীর্ঘদিন রোহিঙ্গাদের মতই আসামের মুসলিমরা নির্যাতিত হয়ে আসছে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়