রাহবার২৪

পাকিস্তানের বেসামরিক তৃতীয় সর্বোচ্চ সম্মাননা পেলেন আল্লামা তাকী উসমানী

রাহবার২৪

রাহবার ডেস্ক: পাকিস্তান সরকারের পক্ষ থেকে ‘সিতারায়ে ইমতিয়াজ’ পদকে ভূষিত হয়েছেন বিশ্ববিখ্যাত আলেম শায়খুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী।

সোমবার (০৭ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির হাত থেকে তিনি সিতারায়ে ইমতিয়াজ গ্রহণ করেন। সিতারায়ে ইমতিয়াজ অর্থ শ্রেষ্ঠত্বের তারকা। এটি পাকিস্তানের বেসামরিক তৃতীয় সর্বোচ্চ সম্মাননা।

পাকিস্তানের জাতীয় স্বার্থ সুরক্ষা, শান্তি ও সংস্কৃতি প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী অবদানের জন্য সরকারের পক্ষ থেকে মুফতী তাকী উসমানীকে এ সম্মাননা প্রদান করা হয়।

আল্লামা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী বিশ্বখ্যাত একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব। তিনি হাদীস, ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ। সম্প্রতি তিনি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন।

১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়