রাহবার২৪

ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী: মোদী

রাহবার২৪

রাহবার: লাদাখ সীমান্ত নিয়ে চীন-ভারতের উত্তেজনায় ২৩ সেনার মৃত্যুর পর দিশেহারা হয়ে তরিগরি সবর্দলীয় বৈঠকের ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার রাতে অনলাইনে অনুষ্ঠিত ওই সেমিনারে মোদী বলেন, ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস নেই। যারা চেয়েছিলো, তাদের লাদাখ সীমান্তে উপযুক্ত শাস্তি দিয়েছে সেনাবাহিনী।

তিনি আরো বলেন, ভারতের সীমান্তই অতিক্রম করতে পারেনি চীন। দখল করতে পারেনি কোন সেনাচৌকি। অনুপ্রবেশ ইস্যুতে প্রশ্ন করা হলে, মোদি উত্তর দেন: চীনের আচরণে গোটা দেশ ক্ষুব্ধ। কিন্তু, সেনা তৎপরতায় ভারতীয় ভূখণ্ডে ঘাঁটি গাড়ার সাহস নেই কারো।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়