রাহবার২৪

হাউজে কাওছারের পানি পানের আশায় মসজিদে নববীর মেহমানদের চা পান করান এই বৃদ্ধ

রাহবার

রাহবার ডেস্ক: ছবির এই বৃদ্ধ লোকটির নাম হাজী ইসমাইল। বয়স ৮০ বছরের বেশি। গত ত্রিশ বছর যাবত তিনি এ স্থানে চা, কফি বিতরণ করেন।

স্থানটি মসজিদে নববীর কাছেই। হাজী ইসমাইলের বর্ণনা অনুযায়ী রাসূলের (সা.) প্রতি ভালবাসা থেকেই তিনি ত্রিশ বছর যাবত মসজিদে নববীতে আগত মুসল্লিদের চা, কফি পান করান। রমযানে ইফতারের আয়োজনও করে থাকেন তিনি।

মসজিদের নববীতে যাদের ঘনঘন যাতায়াত বা যারা মসজিদে নববীর পড়শি হাজী ইসমাঈলের সাথে রয়েছে তাদের অন্তরের ঘনিষ্টতা। সিরিয়ান আলেমদের বিকালে হাজী ইসমাইল কাছে সময় কাটাতে দেখা যায়। এছাড়াও মদীনার পরিচিত আলেমদের সাথে হাজী ইসমাঈলের বিশেষ সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

হাজী ইসমাঈল বলেন, আল্লাহর নবী যেন কেয়ামতের কঠিন সময়ে আমাকে হাউজে কাউসার থেকে পানি করান সেজন্য রাসূলের মসজিদের মেহমানদের আমি আপ্যায়ন করি।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়