রাহবার২৪

পূর্ণাঙ্গ পর্দা মেনে গিনেস বুকে নাম উঠিয়েছেন যে পাকিস্তানি নারী পাইলট

রাহবার২৪

রাহবার: প্রথমবারের মতো পূর্ণাঙ্গ পর্দা অনুসরণ করে বিমানের পাইলট ক্যাপ্টেন হয়ে আলোচনায় এসেছেন পাকিস্তানের এক সম্ভ্রান্ত নারী।

ইতোপূর্বে বিভিন্ন সময়ে কেবল হিজাব এবং ওড়না গায়ে জড়িয়ে বিশেষ কিছু পেশায় যুক্ত হয়ে মুসলিম নারীরা আলোচনায় এলেও পূর্ণাঙ্গ পর্দা অনুসরণ করে বিমানের পাইলট ক্যাপ্টেন হয়ে এবারই প্রথম আলোচনায় এসেছেন শাহনাজ লাঘারী নামের পাকিস্তানি এই নারী।

হাত, পা চেহারাসহ আপদমস্তক বোরখায় আবৃত করে বিমানের ককপিটে বসে ইতোমধ্যে গিনেস বুক ওয়ার্ল্ডেও উঠেছে তার নাম। এবং বিশ্বের প্রথম বোরখাওয়ালী নারী পাইলট হিসেবে নিজেকে পরিচিত করে ফেলেছেন বিশ্বজুড়ে।

শাহনাজ লাঘারী হলেন প্রথম পাকিস্তানী মহিলা পাইলট যিনি বোরখা পরে বিমান উড়িয়েছিলেন। এই কৃতিত্বের জন্য তিনি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও তালিকাভুক্ত হয়েছেন। ২০১৬ সালে তিনি প্রথম বিমান উড়িয়েছিলেন।

শাহনাজ শুধু একজন বিমান পাইলটই নন। তিনি একজন ভাল সমাজকর্মী, মুসলিম মহিলাদের জীবন-জীবিকা নির্বাহের বেশ কয়েকটি প্রশিক্ষণমূলক সংগঠন এবং সেলাই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন। তিনি পাকিস্তানের নারীর জীবন উন্নয়নের জীবন্ত উদাহরণে পরিণত হচ্ছেন।

শাহনাজ সম্পর্কে আরও জানা যায় – তিনি তিন সন্তানের গর্বিত মা এবং একজন প্রভাবশালী নারী। শাহনাজ লাঘারী রাজনীতিতেও সম্পৃক্ত রয়েছেন – শাহনাজ লাহোরে একটি আসন থেকে থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে (সাধারণ নির্বাচন -২০১৪) সাফল্য অর্জনে ব্যর্থ হওয়ার পরে মে ২০১৮ সালে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএলকিউ) যোগদান করেছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথেও কয়েকবার সাক্ষাৎ এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তিনি।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়