রাহবার২৪

কানাডার প্রথম মসজিদ তৈরি হয় একজন নারীর প্রচেষ্টায়

রাহবার২৪

রাহবার: কানাডার সর্বপ্রথম মসজিদ আর-রশিদ মসজিদ। ১৯৩৮ সালে আলবার্টা প্রদেশের এডমন্টন শহরে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। দুই গম্বুজ বিশিষ্ট এ খুবই সুন্দর মসজিদটি তৈরি হয় একজন নারীর প্রচেষ্টায়।

জানা যায়, নর্থ ডাকোটা ও লওয়া প্রদেশের মাদার মসজিদ এর পর উত্তর আমেরিকায় প্রতিষ্ঠিত তৃতীয় মসজিদ এটি। সে সময় কানাডায় ৭০০ জন মুসলিম বাস করত। হিলয়ই হামদুন নামক একজন নারী এডমন্টনের মেয়র জন ফ্রাই সাথে সর্ব প্রথম একটি মসজিদ নির্মাণের জন্য জমি ক্রয়ের আলোচনা শুরু করেন।

তিনি ও তার আরো কিছু বন্ধু মিলে মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনিয় অর্থ সংগ্রহ করেছিলেন। মাইক ডারউইথ নামক একজন ইউক্রেনিয়-কানাডিয়ান ঠিকাদার অর্থডক্স মসজিদটি নির্মাণ করেন তখন।

বিশিষ্ট ভারতিয় ইসলামি চিন্তাবিদ আব্দুল্লাহ ইউসুফ আলী এই মসজিদ প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন বলে জানা যায়।

সূত্র: উইকিপিডিয়া

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়