রাহবার২৪

আল্লামা শফী রহঃ এর মৃত্যুর ঘটনায় মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আহমদ শফী রহঃ মারা যাওয়ার প্রায় তিন মাস পর এই মামলা দায়ের করা হলো।

রাহবার নিউজ: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সাবেক আমির শাহ আহমদ শফী রহঃ এর মৃত্যুর ঘটনায় ৩৬ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে।

শাহ আহমেদ শফী রহঃ এর শ্যালক মোহাম্মদ মহিউদ্দিন হত্যার অভিযোগ এনে এই মামলা দায়ের করেছেন। এর আগে ১৬ ডিসেম্বর এক অনুষ্টানে মুফতী ফয়জুল্লাহ, মইনুদ্দিন রুহী, আনাস মাদানী সহ বেশ কয়েকজনের আলোচনায় মামলা করার বিষয়ে ইঙ্গিত পাওয়া যায়।

আহমদ শফী রহঃ মারা যাওয়ার প্রায় তিন মাস পর এই মামলা দায়ের করা হলো। চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর মারা যান তিনি।

হেফাজতে ইসলামের সাবেক নেতা মুফতী ফয়জুল্লাহ বলেন, চট্টগ্রামের জেলা আদালতে এই মামলা দায়ের করা হয়েছে।

পিবিআইকে এক মাসের মধ্যে এই মামলার তদন্ত করে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

অজ্ঞাতনামা ৩৬ জনের বিরুদ্ধে এই মামলা করা হয়। এদের মধ্যে হেফাজতে ইসলামের বর্তমান যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কয়েক জনের সুনির্দিষ্ট নাম দেয়া হয়েছে।

চলতি বছরের ১৮ই সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে অসুস্থ অবস্থায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়