দিল্লি পুলিশ মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে হত্যা মামলা
দায়ের করেছে : তদন্তকারীরা খাস কামরায় তল্লাশি চালায়
ভারতে তাবলীগ জামাতের মুরব্বী মাওলানা সাদ কান্ধলভীর বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। গতমাসে দিল্লির মারকাজ নিজামুদ্দিনে তাবলীগের যে সমাবেশ হয়েছিল, সেখানে যোগ দেয়ার পরে বেশ কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সে কারণে পূর্বে কৃত এফআইআর-সাথে এবার ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা অনুযায়ী অনিচ্ছাকৃত হত্যার ধারা সংযুক্ত করা হল।
একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে তাবলীগ জামাতের দিল্লির মারকাজে যোগ দেয়া ১ হাজার ৮৯০ বিদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। এছাড়া, মারকাজের সাথে যুক্ত ১৮ জনকে নোটিশ দিয়ে তাদের তদন্তে যোগ দিতে বলেছে।
ওদিকে, বিহারের বিভিন্ন জেলা থেকে তাবলীগ জামাতের সঙ্গে যুক্ত ৫৭ বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে বিহার পুলিশ। তাদের পাসপোর্টও আটক করা হয়েছে। ৫৭ জন বিদেশি নাগরিকের মধ্যে পাটনা থেকে ১৭, কিষাণগঞ্জ থেকে ১১, আরারিয়া থেকে ১৮, এবং বাক্সার থেকে ১১ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
পাটনার সিনিয়র পুলিশ সুপার উপেন্দ্র শর্মা বলেন, কিরঘিজস্তানের ১৭ নাগরিক পর্যটন ভিসায় এসে ভিসা নিয়ম লঙ্ঘন করে ধর্মপ্রচার চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের অধীনে এফআইআর দায়ের করে ধৃতদের কারাগারে পাঠানো হয়েছে।
সূত্র : পার্সটুডে
Add comment