রাহবার ডেস্ক: বর্তমান ইন্টারনেট এর সহজলভ্যতার যুগে নারী পুরুষ সবাই সময় সুযোগ পেলেই ফেসবুক, ইউটিউব কিংবা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি জানান দেন। মিডিয়ার এই সহজলভ্যতার যুগে ইউটিউবে অনেকে প্রিয় ওয়ায়েজ দের ইসলামিক ওয়াজ শুনে থাকেন। এক্ষেত্রে পিছিয়ে নেই নারী রাও, দেখেন আলেমদের বয়ান। প্রশ্ন হলো নারীরা কি ইউটিউবে আলেমদের বয়ান শুনতে পারবেন? কিংবা নারীদের জন্য ইউটিউবে আলেমদের বয়ান শোনার হুকুম কি?
এক ভাই এমন গুরুত্ত্বপূর্ণ একটি বিষয় জানতে চেয়েছেন দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগে। দারুল উলুম দেওবন্দ ফতোয়াটির জবাব প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, ইউটিউবে মাহরাম পুরুষদের বয়ান দেখাও যাবে। শোনাও যাবে। কিন্তু গাইরে মাহরাম পুরুষদের বয়ান শুধু শোনা যাবে। দেখা যাবে না। যদি দেখে দেখে তাদের বয়ান শোনা হয় তাহলে তা জায়েজ নেই। (আল্লাহ তাআলা ভালো জানেন)
উত্তর নাম্বার: ৬০০৯৩৪, ফতুয়া নাম্বার: ২৯৩-২২৭/বি=০৩/১৪৪২
Add comment