রাহবার২৪

নারীর দ্বারা পুরুষকে এবং পুরুষ দ্বারা নারীকে করোনা ভ্যাকসিন দেয়া জায়িয হবে কি?

সম্পাদকীয় : করোনা ভ্যাকসিন নেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন আলেমদের মাঝে মতভেদ হলেও জরুরী পরিস্থিতির প্রেক্ষাপটে তাকে জায়িয ফাতওয়া দেয়া হয়েছে। কিন্তু ভ্যাকসিন নিতে গিয়ে পুরুষের জন্য নারী-হাতের স্পর্শ নেয়া এবং নারীর জন্য পুরুষ-হাতের স্পর্শ নেয়ার বিষয়টি ইসলামের পর্দা পালনের বিধান অনুযায়ী সঙ্গত হয় না।

অথচ ভ্যাকসিন দিতে গেলে সেই স্থানকে হাত দিয়ে চেপে ধরে কিছুটা উঁচু করে ভ্যাকসিন দিতে হয়। যার কারণে সেখানে স্পর্শের মাসআলাটি সামনে চলে আসে। আর এক্ষেত্রে নারীদেরকে নারীদের মাধ্যমে এবং পুরুষদেরকে পুরুষদের মাধ্যমে ভ্যাকসিন দেয়ার যথোচিত ব্যবস্থা করা অসম্ভব কিংবা দুষ্কর ব্যাপার নয়। সে জন্য এরূপ যথোচিত ব্যবস্থার সুযোগ থাকা সত্ত্বেও তা গ্রহণ না করে পর্দা লংঘন করে ভ্যাকসিন দেয়ার বিষয়টিকে জায়িয বলা যায় না।

তবে কোথাও সেরূপ ব্যবস্থা করা অসম্ভব বা দুরূহ হলে, সেটা ভিন্ন কথা বা তার জন্য বিকল্পভাবে উপযুক্ত শরয়ী পথ অবলম্বন করা যায়, কিন্তু তা সম্ভব হলে সেখানে সেভাবে নিয়ম বানিয়ে যথোচিত ব্যবস্থা করা কর্তব্য হবে।

নারীদেরকে পুরুষদের থেকে পর্দা করার নির্দেশ দিয়ে আল্লাহ তা‘আলা সূরাহ আন-নূরে ইরশাদ করেন :

وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ

“তারা (নারীরা) যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুস্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক অধিকারভুক্ত বাঁদী, যৌনকামনামুক্ত পুরুষ ও বালক–যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ তাদের ব্যতীত কারো সামনে তাদের সৌন্দর্য প্রকাশ না করে।”

(সূরাহ আন-নূর, আয়াত নং ৩১)

তেমনি পুরুষদেরকে নারীদের সাথে পর্দা করার নির্দেশ দিয়ে সূরাহ আহযাবে আল্লাহ তা‘আলা ইরশাদ করেন–

وَإِذَا سَأَلۡتُمُوْهُنَّ مَتَٰاعٗا فَسۡ‍َٔلُوْهُنَّ مِن وَّرَآءِ حِجَابٖۚ ذَٰلِكُمۡ أَطۡهَرُ لِقُلُوْبِكُمۡ وَقُلُوْبِهِنَّۚ

“তোমরা (পুরুষরা) তাদের (নবীপত্মী ও স্ত্রীলোকদের) কাছ থেকে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এ বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য বেশি পবিত্র।”

(সূরাহ আল-আহযাব, আয়াত নং ৫৩)

অনুরূপভাবে পুরুষদেরকে বেগানা নারীদের নিকট (পর্দাবিহীনভাবে) যেতে নিষেধ করে হাদীস শরীফে রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন :

إيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ

“তোমরা পরনারীদের নিকট অনুপ্রবেশ করা থেকে বেঁচে থাকো।“

তা শুনে সাহাবীগণ বললেন : হে আল্লাহর রাসূল! স্ত্রীর নিকট স্বামীর পুরুষ আত্মীয়দের (অনুপ্রবেশের) ব্যাপারে কী বলেন? জবাবে তিনি বললেন : . الْحَمْوُ الْمَوْتُ “স্ত্রীর জন্য স্বামীর পুরুষ আত্মীয়রা তো মৃত্যুর মতো ভয়ঙ্কর।”

(সহীহ বুখারী, হাদীস নং ৫২৩২ ও সহীহ মুসলিম, হাদীস নং ২১৭২)

অপর হাদীসে নারীদের হাত পুরুষদের জন্য স্পর্শ করার নিষিদ্ধতার বিষয় উল্লেখ করে হযরত আয়েশা (রা.) বলেন :

وَاللهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ قَطُّ ، غَيْرَ أَنَّهُ يُبَايِعُهُنَّ بِالْكَلَامِ

“আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম-এর হাত কখনও কোনো নারীর হাত স্পর্শ করে নি। তিনি শুধু কথা বলার মাধ্যমেই তাদের থেকে বাই‘আত-অঙ্গীকার গ্রহণ করতেন।”

(সহীহ বুখারী, হাদীস নং ৪৮৯১ ও সহীহ মুসলিম, হাদীস নং ১৮৬৬)

তেমনি অন্য হাদীসে কোন পুরুষের জন্য কোন বেগানা নারীর হাত স্পর্শ করার ব্যাপারে কঠোরভাবে হুঁশিয়ার করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন :

لأَنْ يُطْعَنَ فِي رَأْسِ أَحَدِكُمْ بِمِخْيَطٍ مِنْ حَدِيدٍ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمَسَّ امْرَأَةً لا تَحِلُّ لَه

“নিশ্চয়ই তোমাদের কারো মাথায় লোহার পেরেক ঠুকে দেয়া ওই নারীকে স্পর্শ করা থেকে অনেক ভাল–যে নারী তার জন্য হালাল (স্ত্রী) নয়।”

(মু‘জামে কাবীর-তাবরানী, হাদীস নং ৪৮৬)

তাই অপারগতার উজর না থাকলে স্বাভাবিক অবস্থায় নারী পেসেন্টকে নারী-সেবিকার মাধ্যমে এবং পুরুষ পেসেন্টকে পুরুষ-সেবকের মাধ্যমে করোনা ভ্যাকসিন বা অন্য যে কোন ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা করা আবশ্যক। এটা ইসলামী শরীয়তের অপরিহার্য হুকুম।

মুফতী আবুল হাসান শামসাবাদী
সম্পাদক, রাহবার২৪.কম ( www.Rahbar24.com)
সম্পাদক, মাসিক আদর্শ নারী

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়