রাহবার২৪

নির্বাচনে পরীক্ষার মতো ‘অটো পাস’ চায় জাপার মহাসচিব

তিনি নির্বাচনে ‘নৈরাজ্য ও ভোট ডাকাতির’ সমালোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

রাহবার নিউজ: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, ‘সহিংসতায় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মায়ের বুক খালি হয়েছে। এর চেয়ে যেভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অটো পাসের ব্যবস্থা করা হয়েছে, তেমনিভাবে নির্বাচনে জানমালের ক্ষতি না করে অটো পাসের ব্যবস্থা করুন।’

শুক্রবার আসরের নামাজের পর বনানীর কার্যালয়ে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি নির্বাচনে ‘নৈরাজ্য ও ভোট ডাকাতির’ সমালোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে জাপার মহাসচিব বলেন, পল্লিবন্ধুর আমলে সন্ত্রাস, নৈরাজ্য, গুম, হত্যা, চাঁদাবাজি ছিল না। তাই মানুষ এখনো পল্লিবন্ধুর স্বর্ণালি যুগে ফিরে যেতে চায়। আগামী নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করে পল্লিবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা হবে।

জাপার ঢাকা মহানগর উত্তর কমিটি এই মাহফিলের আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি এস এম ফয়সল চিশতী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কারি হাবিবুল্লাহ বেলালী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আমানত হোসেন, জাহাঙ্গীর আলম পাঠান, তারেক এ আদেল, সৈয়দ মঞ্জুর হোসেন, আনিস উর রহমান, এম এ রাজ্জাক খান প্রমুখ। প্রথম আলো।

রাহবার ২৪

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed