রাহবার২৪

মায়ের মৃতদেহ ১০ বছর ধরে ফ্রিজে রেখে দিয়েছিলেন জাপানি নারী

ময়নাতদন্তে ওই নারীর মৃত্যুর কারণ ও সময় বের করা যায়নি। তার শরীরের কিছু অংশ জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

জাপানে মৃত মায়ের দেহ ১০ বছর ধরে ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাহবার নিউজ ডেস্ক: রাজধানী টোকিওতে অ্যাপার্টমেন্টের একটি ফ্রিজের ভেতর থেকে এক নারীর লাশ উদ্ধার করার দুই দিন পর শুক্রবার ৪৮ বছর বয়সী ইয়ুমি ইয়োশিনোকে গ্রেপ্তার করে পুলিশ, জানিয়েছে কিয়োদো নিউজ।

পুলিশ জানিয়েছে, ১০ বছর আগে ওই লাশটি ফ্রিজের ভেতরে লুকিয়ে রেখেছিলেন বলে স্বীকার করেছেন ইয়োশিনো। ওই সময় বাইরে থেকে বাড়িতে ফিরে মাকে মৃত অবস্থায় পেয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। এ ‍মৃত্যুর কথা জানাজানি হলে বাড়ি থেকে উচ্ছেদ হতে পারেন আশঙ্কায় মায়ের লাশ লুকিয়ে ফেলেন বলে দাবি করেছেন ইয়োশিনো।

ওই সময় তার মায়ের বয়স ৬০ এর মতো ছিল বলে ধারণা করা হচ্ছে। পৌরসভার হাউজিং কমপ্লেক্সের অ্যাপার্টমেন্টটি তার মায়ের নামে লিজ নেওয়া ছিল।

ঋণের কিস্তি শোধ করতে না পারায় চলতি মাসের মাঝামাঝি ইয়োশিনোকে টোকিওর কাতুশিকা ওয়ার্ডের ওই অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদ করা হয়। তিনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একজন ক্লিনার স্টোর রুমের একটি ফ্রিজের ভেতরে লাশটি দেখতে পান।

ময়নাতদন্তে ওই নারীর মৃত্যুর কারণ ও সময় বের করা যায়নি। তার শরীরের কিছু অংশ জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ফ্রিজের ভেতরে ঠিকমতো রাখার জন্য লাশটি বাঁকানো হয়েছিল, তবে এতে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না।

বুধবার লাশটি পাওয়ার পর ইয়োশিনোর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার স্থানীয় সময় সকালে তদন্তকারীরা টোকিরও নিকটবর্তী চিবা শহরের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেন।

ইয়াহিয়া কাজল (তুহিন)

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed