রাহবার২৪

কেন্দ্রীয় হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের উপর সন্ত্রাসী হামলা

রাহবার নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও লালবাগ জামিয়ার সিনিয়র মুহাদ্দিস, মুফতী আমিনী রহঃ এর জামাতা লালবাগ জামিয়ার শুরা সদস্য মাওলানা জসিমউদদীন এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পুরান ঢাকার লালবাগ মাদরাসা থেকে বাসায় ফেরার পথে তার উপর এ অজ্ঞাত হামলা হয়। এ সময় তাকে পিছন দিক থেকে ছুরিকাঘাত করে হামলাকারীরা। মারাত্মকভাবে আহত হোন তিনি। প্রথমে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালের ইমার্জেন্সি বিভাগে ভর্তি করা হলেও অবস্থার আরো অবনতি হওয়ায় থাকে রাজধানী’র ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করে নিয়ে যাওয়া হয়।

কারা তার উপর এ হামলা করেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার উপর এ হামলা করেছে অজ্ঞাত বাহিনী।

হামলার পর হাসপাতালে নেওয়ার সময়ের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, হেফাজত নেতা মাওলানা জসিমউদ্দীনের পেছনে থেকে অনবরত রক্ত ঝড়ছে। রক্তে লাল হয়ে গিয়েছে তার শরীরের পেছনের অংশ। এরপর একটি সিএনজি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

তার পুত্র আশরাফ মাহদী ফেসবুক পোষ্ট এর মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

ইয়াহিয়া কাজল (তুহিন)

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed