রাহবার২৪

হেফাজত সবসময় দেশ-জাতির পক্ষে ও বাতিলের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী: আল্লামা বাবুনগরী

আমিরে হেফাজত বলেন, হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে।

রাহবার ডেস্কঃ হেফাজত ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, হেফাজত সবসময় দেশ-জাতির পক্ষে ও বাতিলের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী। তিনি বলেন, বাতিলের মূলোৎপাটন করতে হেফাজত ইসলামের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন আল্লামা বাবুনগরী।

আল্লামা বাবুনগরী বলেন, হেফাজতে ইসলামের দায়িত্ব পাওয়া বড় কথা নয়। দায়িত্ব সঠিকভাবে পালন করাটাই বড় কথা। আমাদের দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে।

আল্লামা বাবুনগরী আরও বলেন, আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু নিয়ে মামলাসহ সকল ওলামায়ে কেরামের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করতে হবে। পদ-পদবী আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কাজ আল্লাহ তাআ’লার সন্তুষ্টির জন্য।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, হেফাজত ইসলাম বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ও কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আবদুল আউয়াল, মুফতী হাবিবুর রহমান কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নেজাম উদ্দীন, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান, মাওলানা আবদুর হালীম, মাওলানা আবদুল বাসেত আজাদ, মাওলানা আবদুল বসির, যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা নাছির উদ্দীন মুনির, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ মিয়াজি, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ।

ইয়াহিয়া কাজল (তুহিন)

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed