রাহবার২৪
বাণিজ্যমেলা

অনলাইনেই কেনা যাচ্ছে বাণিজ্য মেলার টিকিট

ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় প্রবেশের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। ক্রেতা-দর্শনার্থীদের ঝামেলা কমাতে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।

ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী ২৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের মেলায় প্রবেশের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে। ক্রেতা-দর্শনার্থীদের ঝামেলা কমাতে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু করেছে কর্তৃপক্ষ।

ক্রেতা-দর্শনার্থীদের কথা মাথায় রেখে এবার অনলাইনে বাণিজ্য মেলার প্রবেশ টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, আগামী বছরগুলোতে আরও উন্নত সেবা দিতে চান তারা। এজন্য বেশ কিছু পরিকল্পনা আছে তাদের।

যেভাবে পাওয়া যাবে অনলাইন টিকিট: https://e-ditf.com/http://ticket.e-ditf.com/ এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তথ্য পূরণ করার পর পাওয়া যাবে ফিরতি এসএমএস। এসএমএস দেখালেই প্রবেশ করা যাবে মেলায়। এটিএম কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করা যাবে।

এবারের মেলায় টিকিটের মূল্য বড়দের জন্য ৩০ টাকা আর ছোটদের জন্য ২০ টাকা। অনলাইনে টিকিটের জন্য এসএমএস চার্জ প্রযোজ্য হবে।এর আগে মেলা জানুয়ারিতে শেষ হলেও এবার মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে ।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়