রাহবার২৪

অবশেষে বন্ধ হলো যাত্রীদের জন্য ফেরি চলাচল

মানিকগঞ্জ ও মাদারিপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। করপোরেশনটির চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও এ ব্যাপারে সহযোগিতা থাকবেন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রীদের জন্য ফেরি চলাচল বন্ধ

 

আজ ৫ এপ্রিল রোববার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিতে যাত্রী পারাপার বন্ধ করে দেয়া হয়েছে। এর আগে গতকাল ৪ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে বন্ধ করে দেয়া হয় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরিতে যাত্রী পারাপার।

মাদারীপুর জেলাপ্রশাসনের পক্ষ থেকে কাঁঠালবাড়ি ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে যাত্রী পারপার বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান খাজা মিয়া বলেন, ফেরি চলাচল করবে, কিন্তু তাতে যাত্রী পারাপার করা হবে না। শুধুমাত্র পণ্যবাহী গাড়ী ও অ্যাম্বুলেন্স পারাপার করা হবে। আর স্থানীয় পুলিশ ও জেলাপ্রশাসন এ ব্যাপারে সহযোগিতা করবে।

তিনি বলেন, ৪ ফেব্রয়ারী গার্মেন্টস-এর হাজার হাজার মানুষ ফেরিতে গাদাগাদি করে রাজধানী ঢাকার দিকে যাত্রা করেন। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। তাই এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন।

মানিকগঞ্জ ও মাদারিপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদারকি করার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। করপোরেশনটির চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরাও এ ব্যাপারে সহযোগিতা থাকবেন।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়