রাহবার২৪

মসজিদে বিস্ফোরণ : চলে গেলেন ইমামও, মোট মৃত্যু ২০

রাহবার২৪

রাহবার ডেস্ক: নারায়ণগঞ্জে তল্লা বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ইমাম আবদুল মালেকসহ এ পর্যন্ত প্রাণ গেছে ২০ জনের। চিকিৎসকরা জানান, হাসপাতালে ভর্তি ১৭ জনের অবস্থাও গুরুতর।

নারায়নগঞ্জের মসজিদে বিস্ফোরনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পাঁচ তলার বিশেষ ওয়ার্ডে যখন আহততদের চিকিৎসা চলছে তখন নিচতলায় স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে ওঠে গোটা পরিবেশ ।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্ত লাল সেন চিকিৎসাধীন রোগীদের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেনন, দগ্ধদের শরীরের ৫০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে।’সবার শ্বাসনালী পুড়ে গেছে। কাজেই দগ্ধ হবার পরিমান কম হলেও, শ্বাসনালী পুড়ে যাওয়াটা গুরুতর। আমরা আপ্রাণ চেষ্টা করবো।’

দুপুরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মান্নান। তিনি জানান, আহতদের সবোর্চ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে ডাক্তারদের নির্দেশনা দিয়েছেন তিনি ।’আমাদের দেশে যতখানি চিকিৎসা দেয়া দরকার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে।’

ঘটনা তদন্তে কমিটি ঘোষণার কথা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে তাদের দাফনের জন্য প্রত্যেককে ২০ হাজার করে টাকা দেয়া হবে। এছাড়া আহতদেরও সহায়তা করা হবে। পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। তাদের কাজ শুরু হয়েছে।’

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, ‘এ ধরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে, সেটা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনা কেন ঘটেছে সেটা খুব দ্রুত খুঁজে বের করা হবে।’

এদিকে রায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, সাধারণত শুধু এসি বিস্ফোরণে এমন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটে না। গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে জমে থাকা গ্যাসের কারণেই এ বিস্ফোরণ হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে অনেকটাই পরিষ্কার জানা গেছে শুধুমাত্র তিতাস গ্যাস কোম্পানির গাফিলতির কারণেই এতো বড় দুর্ঘটনা ঘটেছে। তাই নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, মর্মান্তিক এ ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়