রাহবার২৪

মার্কিন দূতের সঙ্গে বৈঠক : বেরিয়ে কোন কথা বলেননি ফখরুল

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশের কোনো কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে বিএনপির এটিই প্রথম বৈঠক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষ হয়েছে। সোয়া ১ ঘণ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে দুপক্ষের কেউ কোনো কিছুই জানায়নি। এমনকি বৈঠক থেকে বেরিয়ে বিএনপির প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি।

শুক্রবার সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের বাসায় বৈঠক শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রদূতের বাসভবন থেকে বেরিয়ে যান বিএনপির তিন নেতা।

প্রতিনিধিদলে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এ সময় সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চাইলেও কোনো কথাই বলেননি বিএনপি নেতারা।

অন্য কোনো সময় এ বৈঠকের বিষয়ে কিছু জানানো হবে কিনা সে বিষয়েও কিছু জানা যায়নি।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিদেশের কোনো কূটনৈতিক প্রতিনিধির সঙ্গে বিএনপির এটিই প্রথম বৈঠক।

আজকের বৈঠকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক নানা ইস্যুতে আলোচনা হওয়ার আভাস পাওয়া গেছে।

বৈঠক শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

 

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়