রাহবার২৪

আল্লামা বাবুনগরী, মামুনুল হক গ্রেফতার হলে দেশ উত্তাল হয়ে উঠবে: জাকারিয়া নোমান ফয়জী

আল্লামা বাবুনগরী বা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের কোন ভুল সিদ্ধান্ত যদি সরকার নেয় তাহলে এর পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া যে কোন পরিস্থিতির দায়ভার সরকারের উপরই বর্তাবে।

রাহবার নিউজঃ তথাকথিত ভূঁইফোড় সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ শাহবাগের অবরোধ থেকে যে সব কথা বলেছে তা চরম উদ্বেগজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মেখল মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

২৮ নভেম্বর শনিবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা জাকারিয়া নোমান বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের এসব উস্কানিমূলক বক্তব্য দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করবে। দেশে অরাজকতা সৃষ্টির জন্য তারা এসব উস্কানিমূলক ও বিভ্রান্তকর বক্তব্য দিচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন, বাংলাদেশ ৯০% মুসলিম অধ্যুষিত দেশ। ওলী-আউলিয়া ও পীর-মাশায়েখের দেশ। ইসলাম প্রিয় এই দেশে ইসলামের বিধিবিধান বয়ান করা নায়েবে নবী ওলামায়ে কেরামের দ্বীনি দায়িত্ব ও কর্তব্য। দ্বীনি দায়িত্ববোধ থেকেই ওলামায়ে কেরাম ভাস্কর্য বিষয়ে ইসলামের বিধান কি- তা জাতির সামনে তুলে ধরেছেন। একক কোন দল বা সংগঠনের ব্যক্তির ভাস্কর্য নয় বরং ইসলামে সকল প্রকারের ভাস্কর্য হারাম। ওলামায়ে কেরাম শুধু এই মাসআলাটিই জাতির সামনে পেশ করেছেন। সুতরাং দ্বীনি মাসআলা বিষয়ক ওলামায়ে কেরামের এই বক্তব্যকে যারা ভিন্নভাবে উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে তা দেশের শান্তিশৃঙ্খলার জন্য চরম হুমকি বলে আমি মনে করি।

মাওলানা জাকারিয়া নোমান বলেন,
আমীরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী একক কোন ব্যক্তি নন। আল্লামা জুনায়েদ বাবুনগরী একটি আন্দোলন,একটি বিপ্লব। তিনি বর্তমান বিশ্বের অন্যতম ইসলামি ব্যক্তিত্ব। কোন ভূঁইফোড় সংগঠনের দাবীর প্রেক্ষিতে যদি আল্লামা জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতারের দুঃসাহস দেখানো হয় তাহলে গোটা দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। গোটা দেশ উত্তাল হয়ে উঠবে। আল্লামা বাবুনগরী বা মাওলানা মামুনুল হককে গ্রেফতারের কোন ভুল সিদ্ধান্ত যদি সরকার নেয় তাহলে এর পরিপ্রেক্ষিতে সৃষ্টি হওয়া যে কোন পরিস্থিতির দায়ভার সরকারের উপরই বর্তাবে।

তিনি আরো বলেন,হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি শান্তিপ্রিয় সংগঠন। হেফাজতের সকল কাজ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল। হেফাজতে ইসলাম, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য ও বেফাঁস মন্তব্য দেশবাসী মেনে নেবে না। ২০১৩ সালে যারা শাহবাগে গণজাগরণ মঞ্চ করে দেশে অস্থিতিশীলতা তৈরি করেছিলো তারা আজো মুক্তিযুদ্ধ মঞ্চের নাম দিয়ে দেশের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাচ্ছে।

দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টকারী এই মুক্তিযুদ্ধ মঞ্চের উস্কানিমূলক বক্তব্য ও কার্যক্রমের বিরুদ্ধে সরকারকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহবান জানান মাওলানা জাকারিয়া নোমান ফয়জী।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়