রাহবার২৪

গুগলে যা সার্চ করলে মহাবিপদ হতে পারে।

যে জিনিস গুলো গুগলে সার্চ করা উচিত না।

রাহবার প্রযুক্তি ডেস্কঃ বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ইন্টারনেটের মাধ্যমে আমাদের অনেক কাজ সহজ হয়ে গেছে। আপনার কোনো বিষয় ভালোভাবে জানা প্রয়োজন কিন্তু সে বিষয়ে আপনার ধারণা নেই। গুগল সার্চ করে চাইলেই সে বিষয়ে আপনি সহজে যথেষ্ট ধারণা নিতে পারবেন। কিন্তু আপনি না বুঝে গুগলে এমন কোন কিছু সার্চ করলেন যার মাধ্যমে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে।

আসুন দেখে নেই যাক গুগলে কি কি সার্চ করা উচিত না:

🌏 সঠিক ঠিকানা না জেনে ব্যাংক এর নাম লিখে অনলাইন ব্যাংকিংয়ের জন্য ওয়েব সাইট সার্চ করবেন না। আপনি যে ব্যাংক এ লেনদেন করেন তাদের অনলাইন ঠিকানা জেনে রাখা উচিত। ব্যাংক এর ওয়েবসাইটের মত করে হুবহু অনেক ‘ফিশিং সাইট’ও রয়েছে। তাই জানা না থাকলে ভুল করে এই সাইটে ঢুকে আপনার গোপন ব্যাংক অ্যাকাউন্টের আইডি-পাসওয়ার্ড দিয়ে লগিন করার চেষ্টা করলেই বিপদ নিশ্চিত।

🌏 লাইসেন্সের আবেদন বা অনলাইনে সরকারি ডেথ সার্টিফিকেট খুঁজতেও গুগলে সার্চ করবেন না। গুগল সার্চে পাওয়া অনেক ওয়েবসাইট যথাযথ মনে হলেও তা থেকে প্রতারণার শিকার হতে পারেন।

🌏 গুগলে কখনও কোনো সংস্থার কাস্টমার কেয়ার নম্বর সার্চ করাও উচিত নয়। অধিকাংশ ক্ষেত্রেই ভুল নম্বর থাকে এখানে। বহু ক্ষেত্রে এইসব নম্বরে ফোন করলে আপনার মারাত্মক বিপদ হতে পারে। বরং নির্দিষ্ট সাইটের ‘কন্ট্যাক্টে’ গিয়ে কাস্টমার কেয়ারের নম্বর সংগ্রহ করুন। অনলাইনে অনেক ভুয়া নাম্বারও থাকে। সেইসব নাম্বারে ফোন করে আপনি প্রতারিত হতে পারেন।

🌏 কোন রোগের জন্য কী ওষুধ এসব জানার জন্য গুগলকে ভরসা করা মারাত্মক ভুল। মনে রাখবেন, সবসময় রোগের কী লক্ষণ সে বিষয়ে সঠিক সমাধান দিতে পারে একজম বিশেষজ্ঞ ডাক্তার । রোগির বয়স, রোগের লক্ষন, মাত্রা ইত্যাদি সার্বিক বিষয়ে ডাক্তার বুঝে শুনে অসুধ দিবে।

🌏 বিনিয়োগ করলেই খুব শিগগিরই বড়লোক হয়ে যাবেন আপনি, এরকম পার্সোনাল ফাইন্যান্স ও স্টক মার্কেটের কথা গুগলের কাছে ভুলেও জানতে চাইবেন না।

🌏 প্রতারক চক্র আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। চাকচিক্য  সুবিধার সঙ্গে অ্যান্টি ভাইরাসের বিজ্ঞাপন দেখে সেটি ডাউনলোড করা নিরাপদ নয়। অধিকাংশ ক্ষেত্রে আপনার অজান্তেই ডিভাইসে ঢুকে পড়বে বিপদজনক ভাইরাস।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়