রাহবার২৪

কওমি উদ্যোক্তা সম্মেলন ২০২০: উদ্যোক্তাদের মিলনমেলা

আমন্ত্রিত অতিথিগণ তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য ও আত্মোন্নয়নে নানারকম দিক-নির্দেশনা মুলক বক্তব্য দেন।

 রাহবার ডেস্ক: ফেসবুক ভিত্তিক কওমি আলেমদের প্রথম ও বৃহৎ উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘কওমি উদ্যোক্তা’ সম্প্রতি ১ লাখ সদস্য অতিক্রম করেছে। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বিকাল ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজন করা হয় দেশের খ্যাতিমান আলেম, মোটিভেশনাল স্পিকার এবং সফল উদ্যোক্তাদের উপস্থিতিতে উদ্যোক্তা সম্মেলন।

উক্ত সম্মেলনে অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাক্বওয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা গাজী ইয়াকুব, ড. মোশাররফ মাহবুব, সাংবাদিক শরীফ মোহাম্মদ, লেখক উবাইদুর রহমান খান নদভী, মাওলানা আহমাদুল্লাহ, রকমারি.কম এর প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ, লেখক গবেষক মাওলানা সাইমুম সাদী, ইন্জিনিয়ার ইব্রাহীম খলিল প্রমুখ। আমন্ত্রিত অতিথিগণ তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য ও আত্মোন্নয়নে নানারকম দিক-নির্দেশনা মুলক বক্তব্য দেন।

উল্লেখ্য যে, চলতি বছরের ২ জুন করোনাকালীন সময়ে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। শুরু থেকেই গ্রুপটিতে ব্যাপক সাড়া মেলে। মাত্র ১৭২ দিনে এক লাখ সদস্য অতিক্রম করে গ্রুপটি। এখান থেকে নতুন নতুন উদ্যোগ শুরু করে সাবলম্বী হওয়ার পথে রয়েছেন অসংখ্য আলেম ও মাদরাসা শিক্ষার্থী।

গ্রুপের এডমিন আলেম, লেখক ও উদ্যোক্তা মাওলানা রোকন রাইয়ান জানিয়েছেন, হালাল উপার্জন বৃদ্ধি করতে আমাদের কওমি উদ্যোক্তার যাত্রা। আলহামদুলিল্লাহ, অল্পসময়ে ব্যাপক সাড়া পেয়ে আমরা আপ্লুত। অসংখ্য তরুণ আলেম এখন স্বপ্ন দেখছেন নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকে চাকরি দিয়ে সহযোগিতা করার। ইনশাআল্লাহ, আমরা হালাল উপার্জন বৃদ্ধি করতে এ প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে কাজে লাগাতে পারবো বলে আশাবাদী।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়