রাহবার২৪

নিরপরাধ ফিলিস্তিনি বাচ্চারা ইসরাইলি কারাগারে দুর্বিষহ জীবন কাটাচ্ছে

ইহুদিবাদী ইসরাইলের ‘এতজিওন’ কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিরা দুর্বিষহ জীবন কাটাচ্ছে বলে জানা গেছে । ফিলিস্তিনি বন্দি বিষয়ক অধিকার পরিষদ- আল-আহ্‌দ বলেছে, এই প্রচণ্ড শীতে গরম কাপড় ও চিকিৎসা সামগ্রীর তীব্র অভাবে ব্যাপক কষ্ট পাচ্ছেন ফিলিস্তিনি বন্দিরা। শরীর গরম রাখার জন্য তাদেরকে গরম কাপড় কিংবা কম্বল সরবরাহ করেনি ইহুদিবাদী কারা কর্তৃপক্ষ।

ওই পরিষদ জানিয়েছে, ইসরাইলি কারা কর্তৃপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে ফিলিস্তিনি বন্দিদের কষ্ট দেয়ার জন্য এই ব্যবস্থা নিয়েছে। এ ছাড়া, ফিলিস্তিনি বন্দিদেরকে নিয়মিত মারধর করা হয় বলে জানিয়ে ওই পরিষদ বলেছে, সকল আন্তর্জাতিক আইন ও ঘোষণা লঙ্ঘন করে এ কাজ করে যাচ্ছে ইহুদিবাদীরা।

ফিলিস্তিনি বন্দি বিষয়ক চিকিৎসা কেন্দ্র জানিয়েছে, ২০১৮ সালে ইহুদিবাদী ইসরাইল পাঁচ হাজার ৭০০ ফিলিস্তিনিকে আটক করেছে যাদের মধ্যে ৯৮০টি শিশু ও ১৭৫ জন নারী রয়েছেন। এ ছাড়া, ফিলিস্তিনি বন্দি বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি এক প্রতিবেদনে ২০১৮ সালকে ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘সবচেয়ে খারাপ বছর’ বলে উল্লেখ করে জানিয়েছে, এ বছর নির্যাতিত এই জনগোষ্ঠীর বিরুদ্ধে গণগ্রেফতার অভিযান চালিয়েছে ইসরাইল।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়