রাহবার২৪

কবিতাঃ আল্লাহ’র নাম, কবিঃ স্বাধীন আসাদ

স্বাধীন আসাদ এর কবিতা

আল্লাহ’র নাম / স্বাধীন আসাদ

এত যে চাও বাড়ি গাড়ী
দালানকোঠা জমিদারি
শয়তানের দোখায় পরে
করলায় শুধু ভবের কাম
দিনে কয়বার লও
আমার আল্লাহ’র নাম ।।

আযানের ঢাক আসে যখন
মসজিদে যাওনা তখন
পাঁচ ওয়াক্ত নামাজ কাজা
রাখনা ফরজ রোজা ।
ঝড় জলোচ্ছাস অনাবৃষ্টি ।।
হয় তার পরিণাম
দিনে কয়বার লও
আমার আল্লাহ’র নাম ?

ভালো মন্দের বিচার নাই
হালাল হারাম চিননাই
দিনে দিনে কমছে আয়ূ
ফুরাবে দমের বায়ূ ।
যায়গা জমি জগৎ সংসার ।।
নাই তার কোন দাম
দিনে কয়বার লও
আমার আল্লাহ’র নাম ?

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়