রাহবার২৪

মঙ্গলবার থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন

রাহবার২৪

রাহবার: শর্ত সাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে গণপরিবহনের বর্ধিত ভাড়া। আগামী পহেলা সেপ্টেম্বর (মঙ্গলবার) হতে গণপরিবহন আগের নির্ধারিত ভাড়ায় চলাচল করবে। শনিবার (২৯ আগস্ট) সকালে এমনটাই জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

এই ঘোষণায় মঙ্গলবার থেকে বাসের দুই সিটের জায়গায় সিটে একজন করে না বসে আগের মত দুইজনই বসবে। বর্ধিত ভাড়া আর থাকবে না।

করোনার মহামারি প্রতিরোধে গণপরিবহন চলাচল বন্ধ করে সরকার। পরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর অনুমতি দেয়। প্রজ্ঞাপন দিয়ে আন্তঃজেলা ও দুরপাল্লার রুটে বাস-মিনিবাস চলাচলের ক্ষেত্রে ২০১৬ সালে নির্ধারিত ভাড়ার ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়