রাহবার২৪

মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন

ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৬ ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আমলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে সরকারের অনুমোদন প্রয়োজন।

রাহবার নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর ভাস্কর্য (মূর্তি) ইস্যুতে বক্তব্য দেওয়ার সমালোচনা করার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দায়ের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে। আজ রোববার (৬ ডিসেম্বর) বিকেলে ৩ টার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জিশান মাহমুদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরারব এই আবেদন দাখিল করেন।

জিশান মাহমুদ সংবাদমাধ্যমকে জানান, ফৌজদারি কার্যবিধি আইনের ১৯৬ ধারার বিধান মোতাবেক রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ আমলে নেওয়ার পূর্বশর্ত হিসেবে সরকারের অনুমোদন প্রয়োজন। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর আবেদন করা হয়েছে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়