রাহবার২৪

সংসদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. কামালের গণফোরাম

আমরা মনে করি সুলতান মনসুর ও মোকাব্বির খান- প্রকৃত অর্থে তারা নির্বাচিত হয়েছেন

নির্বাচনের সামগ্রিক ফল প্রত্যাখ্যান করলেও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড: কামাল হোসেনের দল গণফোরাম সংসদে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড: কামাল হোসেন সন্ধ্যায় বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “সুলতান মনসুর ও মোকাব্বির খান- প্রকৃত অর্থে তারা নির্বাচিত হয়েছেন। তাদের শপথ নেয়ার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে।”

এর আগে আজ ঢাকায় শিশু কল্যাণ পরিষদে গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভা হয়। সেই সভাতে বিষয়টি আলোচনা হয় এবং দল থেকে সংসদে যাওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে দলের নেতারা জানিয়েছিলেন।

কামাল বিবিসি বাংলাকে বলেন, ” আমরা মনে করি সুলতান মনসুর ও মোকাব্বির খান- প্রকৃত অর্থে তারা নির্বাচিত হয়েছেন। তারা বিরোধী দল হয়ে সংসদে থাকলেন। অনেক তথ্য জানতে পারবেন এবং তা বাইরে তুলে ধরতে পারবেন।”

দলটির দুজন প্রার্থী ৩০শে ডিসেম্বরের নির্বাচনে জয়লাভ করেছেন। তারা হলেন – সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়