রাহবার২৪

ভাস্কর্য আর মূর্তি এক নয়: নতুন ধর্মপ্রতিমন্ত্রী

তবে তার এই বক্তব্য কে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করেছে আলেম সমাজ। এবং তার বক্তব্য কে ধর্মদ্রোহীতার সামিল বলে তুলনা করেছেন।

ভাস্কর্য আর মূর্তি এক নয়, ভাস্কর্য বিরোধিরা না বুঝেই আন্দোলন করছে: নতুন ধর্মপ্রতিমন্ত্রী

রাহবার নিউজ ডেস্কঃ ভাস্কর্য আর মূর্তি এক না, ভাস্কর্য বিরোধিরা না বুঝেই আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন নতুন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

রোববার (২৯ নভেম্বর),২০২০ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নতুন প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব জায়গাতেই এটা হয়। আমি মিশরে গিয়েছি সেখানেও ভাস্কর্য দেখেছি। আরব দেশগুলোতেও দেখেছি। বাংলাদেশে যারা সমালোচনা করছে তাদের বুঝতে হবে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। এটা বোঝাতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

গত ২৪ নভেম্বর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পাঁচ দিন পর রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ফরিদুল।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যখন কোনো সমস্যা হয়, তখন সমাধানের উপায়ও থাকে। ভবিষ্যতে এমন যেন না ঘটে আমরা সচেষ্ট থাকব।’

নতুন দায়িত্ব নিয়েছেন বলে এই ইস্যুতে আর কোনো কথা না বলে সবার সহযোগিতা চাইলেন ফরিদুল হক খান।

তবে তার এই বক্তব্য কে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করেছে আলেম সমাজ। এবং তার বক্তব্য কে ধর্মদ্রোহীতার সামিল বলে তুলনা করেছেন।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়