রাহবার২৪

রাজনীতি কে বিদায় জানাচ্ছেন আল্লামা মাহফুজুল হক।

রাজনীতি ছাড়ছেন মাওলানা মাহফুজুল হক।

রাহবার২৪.কমঃ বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা মাজফুজুল হক সম্প্রতি বেফাকুল মাদারিসিল আরাবিয়া (বেফাক) এর ভারপ্রাপ্ত মহাসচিব পদে দায়ীত্বপ্রাপ্ত হয়েছেন। পাশাপাশি তিনি জনপ্রিয় ইসলামিক রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিশ এর মহাসচিব পদে আগে থেকেই দায়ীত্ব পালন করে আসছেন।

বেফাক এর গঠনতন্ত্র অনুসারে সভাপতি ও মহাসচিব পদ এ কোন রাজনৈতিক ব্যাক্তি দায়ীত্ব পালন করতে পারবে না । সে মোতাবেক আগামী শনিবার ১০ সেপ্টেম্বর’২০ তারিখে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিসে বসবে নির্বাহী কমিটির বৈঠক। সেখানে দলটির বর্তমান মহাসচিব মাওলানা মাহফুজুল হক দায়িত্ব ছেড়ে পদত্যাগপত্র জমা দিবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কে হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের পরবর্তি মহাসচিব সে নিয়ে গুঞ্জন চলছে সারাদেশে। ধারণা করা হচ্ছে এ পদে আসতে পারেন বাংলাদেশ খেলাফত মজলিসের আটজন যুগ্ম মহাসচিব থেকে যে কোনো একজন। তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন হলেন, মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা কুরবান আলী প্রমুখ।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাদিক সিনিয়র নেতার সাথে কথা বলে জানা গেছে পরবর্তি মহাসচিব পদে যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের সম্ভাবনা সবছেয়ে বেশি। তবে দলটির মহাসচিবের চেয়ারে কে বসবেন তা চূড়ান্তভাবে জানা যাবে আগামি শনিবার নির্বাহী কমিটির বৈঠকের পর।

মাওলানা আতাউল্লাহ আমিন জানান, আগামী শনিবারের নির্বাহী কমিটির মিটিংয়ে যিনি দলের মহাসচিব নির্বাচিত হবেন তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বোচ্চ ফোরাম মজলিসে শূরা বা আমেলা কমিটির মিটিং রয়েছে। সেখানে অনুষ্ঠিত হবে দলের কাউন্সিল। এরপর ডিসেম্বরের কাউন্সিল পরবর্তী ঠিক হবে দলের মূল নেতৃত্ব।

বর্তমানে দলটির সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা ইসমাঈল নূরপুরী।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়