রাহবার২৪
মহিলা বিশ্ব ইজতেমা

নাটোরে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বিতর্কিত ‘মহিলা বিশ্ব ইজতেমা’!

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি  বিতর্কিত মহিলা বিশ্ব ইজতেমা এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রী কলেজ মাঠে আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি  বিতর্কিত মহিলা বিশ্ব ইজতেমা এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিগত ১৩বছর যাবত আয়োজিত হচ্ছে এই ইজতেমা।  ইতোমধ্যে প্রচারণা শুরু হয়েছে।

ইজতেমার আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, প্রথম দিন আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হবে। তিনদিনই ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন এলাকার নারী ও পুরুষ বক্তারা আলোচনা রাখবেন। শেষ দিন বিকালে আখেরি মোনাজাত করবেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ড. হাফিজা নাসির।

তবে এই ইজতেমার আয়োজন নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে স্থানীয় আলেম ও মুসল্লিদের মধ্যে।

নারীদেরকে সারাদেশ থেকে এভাবে জমা করা জায়েজ নেই বলে মন্তব্য করেছেন শীর্ষ কয়েকজন আলেম।

কেউ বলছেন, এ ইজতেমার লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয়। কি লক্ষ্যে কেন ইজতেমার আয়োজন হচ্ছে এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যেও রয়েছে ব্যাপক কৌতূহল।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়