রাহবার২৪

দুর্গাপুর প্রেসক্লাব নির্বাচন, রফিক সভাপতি, জামাল তালুকদার সম্পাদক নির্বাচিত

তিনটি পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন মোট ৬জন সাংবাদিক সদস্য ।

রাহবার দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সাংবাদিকদের নিয়ে গঠিত দুর্গাপুর প্রেসক্লাব দ্বি-বার্ষিক ৯ম সাধারণ নির্বাচন ৫ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিরতিহীনভাবে ২ঘন্টা ভোটগ্রহন চলে এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এস রফিকুল ইসলাম রফিক (কলম প্রতীক), সাধারণ সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার সম্পাদক জামাল তালুকদার (টেবিল প্রতীক) ও সহ-সভাপতি পদে দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি তোবারক হোসেন খোকন (কাপ পিরিচ প্রতীক) নির্বাচিত হয়েছেন, তিনটি পদে প্রতিদ্বন্দিতা করেছিলেন মোট ৬জন সাংবাদিক সদস্য ।

এছাড়া সহ-সাধারণ পদে রাখী দ্রং, কোষাধ্যক্ষ পদে এইচ.এম সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে পল্টন হাজং, সম্মানিত সদস্য পদে যথাক্রমে সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া, দীপক পত্রনবিশ ও আ.ফ.ম সফিউল্লাহ বিনাপ্রতিদ্বন্দিতায় মনোনীত হয়েছেন। আহবায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক সাহাদাত হোসেন সরকার কাজল। ৯ সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটি অন্য সদস্যগনকে সাথে নিয়ে ২ বছরের জন্য প্রেসক্লাবের সকল কর্মকান্ড পরিচালনা করবেন।

ইয়াহিয়া কাজল (তুহিন)

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed