রাহবার২৪

মাদকের নেটওয়ার্ক ভেঙ্গে দিয়েছে নড়াইল পুলিশ

এক সময় দেশের বৃহত্তম মাদকদ্রব্য পাচার রুট হিসেবে পরিচিত ছিল এই নড়াইল জেলা। কিন্তু চিত্র এখন পুরোটাই ভিন্ন।

যমযম ডেস্ক : মাদকের আখড়ায় পরিণত হয়েছিল নড়াইল জেলা। হাত বাড়ালেই মিলত সব ধরণের নেশা।

সব সময় স্কুল-কলেজের বারান্দাতে চলত ইয়াবা, কোকেন, হেরোইন পেথিড্রিন, ফেন্সিডিল ও গাঁজা সেবন। এ কারনে দিশেহারা হয়ে পড়েছিল অভিভাবকরা। এ নিয়ে কথা হয় জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) এর সঙ্গে। তিনি জানান, মাদকের কারনে অন্য অপরাধের মাত্রাও বেড়ে যায় গত কয়েক বছরে।

এখন সময় বদলেছে। পুলিশের ইতিবাচক ভুমিকার কারনে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম একেবারেই কমে গেছে বললেই চলে। বিশেষ করে বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম)’ তিনি এ জেলায় যোগদানের পর পরিস্থিতি একেবারেই পাল্টে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

জানা যায়, এক সময় দেশের বৃহত্তম মাদকদ্রব্য পাচার রুট হিসেবে পরিচিত ছিল এই নড়াইল জেলা। কিন্তু চিত্র এখন পুরোটাই ভিন্ন। মাদক ব্যবসায়ীদের অনেকেই এখন এলাকা ছাড়া। তাদের মধ্যে কেউ মন দিয়েছে কৃষিতে কেউ বা ব্যবসায়। মাদকের বিরুদ্ধে পুলিশের অব্যাহত অভিযানেই স্বস্তি ফিরেছে জনমনে।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়