রাহবার২৪
711

নজিরবিহীন বয়কটের শিকার ৭১ টিভি

৭১ টিভি

রাহবার নিউজ ডেস্কঃ বিভিন্ন সময়ে, বিভিন্ন ইস্যুতে অযথা ও প্রসঙ্গহীনভাবে ইসলামকে টেনে এনে কটাক্ষ করা, বিভিন্ন ইসলামবিরোধী কর্মকান্ডের সহযোগিতা ও মিডিয়া ব্যবহার করে ইসলামফোবিয়া ছড়ানো, সুশিল সমাজের সম্মানিত ব্যাক্তিদের তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে অযাচিত প্রশ্ন করে বিব্রত করার মাধ্যমে নানাবিধ ঝামেলা এমনকি পুলিশি হয়রানির মুখে ফেলাসহ বেশ কিছু অভিযোগে পাবলিক সেন্টিমেন্টের রোষাণলে পড়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ৭১ টিভি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসসবুক সহ সর্বোত্র ডাক উঠেছে ৭১ টিভি বয়কটের। বিষয়টিতে ব্যাপকহারে সাড়াও দিচ্ছে সব শ্রেণীর মানুষ। বিশেষ করে ইসলাম ও মুসলমানের সাথে সম্পৃক্তরা প্রবলভাবে চ্যানেলটিকে বয়কট করা শুরু করেছে। #boycottekattortv নামে হ্যাশট্যাগও ব্যবহার করছেন অনেকে।
ফেসবুক এর মাধ্যমে ঢাকসু ভিপি নুরুল হক নূর সহ ইসলামিক অঙ্গনের পরিচিত মুখ দের আহবানে বয়কট শুরু হয়।

বয়কটের প্রতিক্রিয়া হিসেবে তারা ৭১ টিভির ফেসবুক পেজ আনলাইক/আনফলো করা, ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করাসহ প্রতিবাদী বিভিন্ন পোস্ট দিচ্ছেন। চোখে আঙুল দিয়ে কেউ কেউ দেখিয়ে দিচ্ছেন একাত্তর টিভির ইসলামবিদ্ধেষী কর্মকান্ডও।

সামাজীক যোগাযোগ মাধ্যমে ইসলামী অঙ্গনের পরিচিত প্রায় সবাই-ই বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট করেছেন এবং একাত্তর টিভি বয়কটের ডাক দিয়েছেন। বয়কটের ডাক দিয়ে অনেকেই বিষয়টি চেকও করছেন যে, তার বন্ধু তালিকায় কেউ একাত্তর টিভি লাইক দিয়ে রেখেছে কি না। দেওয়া থাকলে তাকে ইনবক্সে বা ফের পোস্ট দিয়েও জানান দিয়ে রাখছেন।

ঢাকসু ভিপি নুরুল হক নুর, জনপ্রিয় বক্তা মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রিজওয়ান রফিকী, মাসিক আদর্শ নারী সম্পাদক মুফতী আবুল হাসান শামসাবাদী, যুবকন্ঠ২৪ অনলাইন নিউজ পোর্টাল সম্পাদক মুফতী নিয়ামউল্লাহ আমিন, লেখক আরিফ আজাদ, আরিফ জব্বার, সাইমুম সাদী, সৈয়দ শামসুল হুদা, তাক্বওয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুহতারাম গাজী ইয়াকুব, ব্লগার ওয়াসিম ইফতেখার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যার যার অবস্থান থেকে একাত্তর টিবি বয়কট এর আহবান জানাচ্ছেন।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়