রাহবার২৪

উলঙ্গমূর্তি অপসারণের দাবিতে ময়মনসিংহে ডিসির সঙ্গে ইত্তেফাকুল উলামার বৈঠক

ইতিপূর্বে ময়মনসিংহের এই নগ্ন মূর্তিটি অপসারণ করতে আঞ্চলিক বৃহৎ পারস্পরিক সহযোগিতার ফেসবুক পাবলিক গ্রুপ Mymensingh Helpline সহ ফেসবুকের নিজস্ব টাইমলাইনে অনেকবার লেখালেখি ও মানববন্ধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রাহবার ময়মনসিংহ প্রতিনিধিঃ ওয়াজ মাহফিল ও দ্ব্বীনি প্রোগ্রাম স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরিচালনা করা ও ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে অবস্থিত নারীদেহের উলঙ্গমূর্তি অপসারণের দাবি জানিয়েছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ।

২৬নভেম্বর,২০২০ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) মিজানুর রহমানের সভাপতিত্বে পুলিশ সুপার আহমার উজ্জামানের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয়ে ইত্তেফাকের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

জানা যায়, জেলা প্রশাসকের আমন্ত্রণে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইত্তেফাক নেতৃবৃন্দ ওয়াজ মাহফিল ও দ্বীনি প্রোগ্রামগুলো যেনো স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এজন্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এসময় তারা ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে অবস্থিত নারীদেহের উলঙ্গমূর্তি অপসারণের দাবি জানান। এবিষয়ে জেলা প্রসাশকের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুফতী আমীর ইবনে আহমদ। তবে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার আগ পর্যন্ত জেলা প্রসাশককে অন্তত নারীদেহের উলঙ্গমূর্তিটি ঢেকে রাখার অনুরোধ জানিয়েছেন ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দ।

ইতিপূর্বে ময়মনসিংহের এই নগ্ন মূর্তিটি অপসারণ করতে আঞ্চলিক বৃহৎ পারস্পরিক সহযোগিতার ফেসবুক পাবলিক গ্রুপ Mymensingh Helpline সহ ফেসবুকের নিজস্ব টাইমলাইনে অনেকবার লেখালেখি ও মানববন্ধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বৈঠকে ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, করোনা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। এই বিষয়ে ময়মনসিংহ ইত্তেফাকুল উলামার কাছে আমরা পূর্বেও অনেক সহযোগিতা পেয়েছি। এবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আপনাদের সহযোগিতা চাই। মসজিদে জুমার আলোচনায় মানুষকে সচেতন করার মাধ্যমে আপনারা করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

সভায় ইত্তেফাকুল উলামার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইত্তেফাফাকুল উলামার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, সহ সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আমীর ইবনে আহমদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হুসাইন, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, মাওলানা জিয়াউদ্দিন ইউসুফ, মাওলানা আশরাফ আলী, শেখ ফিরোজ, মাওলানা বেলাল হুসাইন, মাওলানা মাহদী হাসান তালুকদার প্রমুখ।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়