রাহবার২৪

কেন্দ্রীয় পরীক্ষায় মেখল মাদরাসার নূরানী বিভাগের সাফল্য অর্জন

ছাত্রদের এ কৃতিত্বে খুশী প্রকাশ করেছেন মেখল মাদরাসার মহাপরিচালক ও নুরানি বোর্ডের কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা নোমান ফয়জী।

রাহবার নিউজ ডেস্ক: নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টনিউজগ্রাম বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় বিশাল সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী মেখল মাদরাসার নূরানী বিভাগ।

গত ১৫ ই জানুয়ারি শনিবার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। মেখল মাদরাসা থেকে পরীক্ষা দেওয়া ৪৬ জনের মধ্যে ৪৩ জন A+ আর ৩ জন A পেয়েছে।
এরমধ্যে ২৩ জন সর্বোচ্চ মেধা তালিকায় স্থান পেয়ে কৃতিত্ব অর্জন করেছে।

ছাত্রদের এ কৃতিত্বে খুশী প্রকাশ করেছেন মেখল মাদরাসার মহাপরিচালক ও নুরানি বোর্ডের কার্যকরী সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক আল্লামা নোমান ফয়জী।

তিনি আরো বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষকমণ্ডলীর নিরলস মেহনত আর শিক্ষার্থীদের প্রচেষ্টার কারণেই এমন কৃতিত্বের ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমরা মহান আল্লাহ তায়া’লার শোকরিয়া জ্ঞাপন করছি।

রাহবার ২৪

Add comment

Topics

Recent posts

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular

Most discussed