রাহবার২৪

কুরআনের শিক্ষক খ্যাত মিসরের শায়েখ মাহমুদ আস সাক্কার ইন্তেকাল করেছেন

রাহবার২৪

রাহবার: মিসরের প্রখ্যাত কারী শায়েখ মাহমুদ আস সাক্কারি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার রাজধানী কায়রোতে ৯০ বছর বয়সে তিনি ইন্তুকাল করেন।

শায়েখ মাহমুদ আস সাক্কারি কৈশোর থেকে জীবনের অন্তত ৪০ টি বছর সৌদি আরবে কোরআনে কারিমের খেদমতে অতিবাহিত করেন তিনি। কিছুদিন আগে স্বাস্থ্যের অবনতি হলে সৌদি থেকে নিজ মাতৃভূমিতে গমন করেন এবং সেখানেই তার ইন্তেকাল হয়। পবিত্র কুরআনের শিক্ষক হিসেবে আরব দেশ সমূহে তার ব্যপক পরিচিতি ছিল।

সৌদির রাজধানী রিয়াদের মাকনুন তাহফিজুল কোরআন ফাউন্ডেশন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। এই ফাউন্ডেশনের অধিকাংশ সদস্য তার হাতে গড়া ছাত্র।

আরবি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, শৈশবে পিতার সঙ্গে জমি চাষ করার সময়ই কুরআনে কারিমের বেশকিছু সূরা মুখস্থ করে ফেলেন তিনি। পরবর্তীতে আল্লাহর মহাগ্রন্থের ওপর অধিক আগ্রহ তাকে কুরআনের মহান খাদেমে রূপান্তর করে। তিনি চার মেয়ে ও দুই পুত্র সহ অসংখ্য ভক্ত অনুরক্ত ও শাগরিদ রেখে গেছেন।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়