রাহবার২৪

পাকিস্তানে লকডাউন শেষ হচ্ছে আগামীকাল

রাহবার২৪

রাহবার: আগামীকাল (শনিবার) থেকে লকডাউন প্রত্যাহার করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার (০৭মে) এ ঘোষণা দিয়েছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ‘আমরা এখন লকডাউন সমাপ্তির সিদ্ধান্ত নিচ্ছি। আমরা জানি, এমন সময় আমরা এই পদক্ষেপ নিচ্ছি যখন আমাদের সংখ্যা ঊর্ধ্বমুখী…তবে আমরা যেভাবে প্রত্যাশা করছি এটি সেভাবে শেষ হবে না।’

দরিদ্র পাকিস্তানিরা লকডাউনে টিকে থাকতে পারবে না উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘লকডাউন শুরুর পর আমাদের আশঙ্কা ছিল প্রতিদিন আয়ের ওপর ভিত্তি করে যেসব দিনমজুর তাদের সন্তানদের আহার জোগায় তাদের কী হবে।’

তিনি জানান, লকডাউন ধারাবাহিকভাবে প্রত্যাহার করা হবে। জনগণ সতর্ক না হলে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলেও সতর্ক করেছেন ইমরান।

উল্লেখ্য, গত মার্চ থেকে করোনার সংক্রমণ প্রতিরোধে লকডাউন ঘোষণা করে পাকিস্তান।

Follow us

get in touch. stay updated.

জনপ্রিয়